‘জানোয়ার’দের থুথু মারার গল্প
৭ অক্টোবর ২০২০ ১৩:৩৫ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৬
যারা ধর্ষণ করে তাদেরকে ‘ধর্ষক’ বলি আমরা। কিন্তু যারা ধর্ষণ করেই ক্ষান্ত থাকে না, তাদের কী বলা উচিত? তার উত্তর খুঁজে পাওয়া যাবে রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘জানোয়ার’-এ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে ‘জানোয়ার’র ট্রেইলার উন্মুক্ত করা হয়েছে। যার শুরু হয় এক শিশুর আর্তনাত দিয়ে। রয়েছে এক নারীর আকুতি। ডাকাতদের হাত থেকে নিজেকে এবং সন্তাদের বাঁচানোর জন্য মিনতি। তবুও মন গলে না ডাকাত দলের।
লকডাউনের সময় একটি পরিবারের চার সদস্যের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ছবিটি। ওয়ান টেক শটে রাফি ছবিটি নির্মাণ করেছেন। ক্যামেরায় তাকে সহায়তা করেছেন রাজু রাজ। সম্পাদনা করেছেন সিমিত রায় অন্তর।
রাফি তার ফেসবুকে ট্রেইলারটি শেয়ার করে লেখেন, ‘জানোয়ার’-এর শরীরে ঘৃণার থুথু দিতে প্রস্তুত হোন!
‘জানোয়ার’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন এলেনা শাম্মী, রাশেদ মামুন অপু ও তাসকীন রহমান। এছাড়া রয়েছেন ফরহাদ লিমন, জাহাঙ্গীর আলম, জামশেদ ইসলাম, মুনমুন আহমেদ ও মাহফুজুর রহমান।
টার্ন কমিনিউকেশনের প্রযোজনায় ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমাটিক’-এ মুক্তি দেওয়া হবে খুব শিগগিরই।