Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেতা মহিউদ্দিন আর নেই


১৪ সেপ্টেম্বর ২০২০ ১২:১৩ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫২

এ বছর কদিন পর পরই কোন না কোন অভিনেতার মৃত্যুর খবর আসছে। সে তালিকায় যুক্ত হলেন ‘ইত্যাদি’খ্যাত অভিনেতা মহিউদ্দিন বাহার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৪ সেপ্টেম্বর) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক মেয়ে রেখে গিয়েছেন।

অভিনেতার পরিবার থেকে জানা হয়েছে, তিনি দীর্ঘদিন যাবত হার্ট, কিডনিসহ বিভিন্ন ধরণের শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরের দিকে অবস্থার অবনতি ঘটলে তাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মহিউদ্দিন বাহারের বাসা ছিলো দয়াগঞ্জে। সেখানে সোমবার বাদ আসর তার নামাজে জানাযার পর ওখানকার কবরস্থানে দাফন করা হবে। এমনটাই জানালেন তার বড় ছেলে মো. মঈন উদ্দিন।

উল্লেখ্য মহিউদ্দিন বাহার ২৬ বছর ধরে হানিফ সংকেত উপস্থাপিত অনুষ্ঠান ‘ইত্যাদি’তে সমাজিক বিভিন্ন ইস্যুতে নির্মিত নাটিকায় অভিনয় করেছেন।

ইত্যাদি টপ নিউজ মহিউদ্দিন বাহার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর