আবারও শাকিব খান ও সাফি উদ্দিন সাফি
৯ সেপ্টেম্বর ২০২০ ১৬:১২
সাফি উদ্দিন সাফির পরিচালনায় শাকিব খান ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’, ‘লাভ এক্সপ্রেস’, ‘ফাঁদ’, ‘ঢাকার কিং’সহ অনেকগুলো ছবিতে অভিনয় করেছিলেন। এ পরিচালক-নায়ক জুটি আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটি প্রযোজনা করছেন টপি খান।
সাফি উদ্দিন সাফি ছবিটি নিয়ে বলেন, শাকিব খান ও প্রযোজকের সঙ্গে আমার মৌখিকভাবে সব চূড়ান্ত। আনুষ্ঠানিক চুক্তি এখনও হয়নি।
টপি খানের প্রযোজনায় এর আগে শাকিব খান ‘বসগিরি’ ছবিতে অভিনয় করেছিলেন। টপি খান বলেন, ‘অনেকদিন ধরে শাকিব খানের সঙ্গে নতুন কাজ করার পরিকল্পনা করছিলাম। সবকিছু গুছিয়ে নিয়ে আসলেও করোনার কারণে বন্ধ রাখতে হয়েছিলো। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় আবার শুরু করতে যাচ্ছি।’
ছবিটির চিত্রনাট্য করছেন মাসুম রেজা। টপি বলেন, ‘সম্পূর্ণ মৌলিক ও নতুন আমেজের একটি গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। শাকিব লুক, চরিত্র সবকিছুই নতুন।’
ছবিটিতে দুজন নায়িকা থাকবে। তবে তাদের কাউকেই এখনও ঠিক করা হয়নি। প্রযোজকের ইচ্ছে নতুন কাউকে দিয়ে ছবিটি করতে। আগামী সপ্তাহে চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।