Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মুন্নির জিডি


৪ জুলাই ২০২০ ২১:৩০

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের দুই জনপ্রিয় শিল্পী আসিফ আকবর ও দিনাত জাহান মুন্নি। একসঙ্গে গেয়েছেন বহু গান। এর মধ্যে রয়েছে দ্বৈত অ্যালবাম, দুজন প্লেব্যাক করেছেন প্রায় ১৫ টি ছবির গানে। সে সম্পর্ক আজ তিক্ত। মুন্নি রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন।

আসিফ আকবর সম্প্রতি সঙ্গীত অঙ্গনের বিভিন্ন ইস্যুতে স্ট্যাটাস দিচ্ছিলেন। সেখানে কয়েকজন নারী শিল্পীর নাম উল্লেখ না করে বিভিন্ন অভিযোগ করেন। এর প্রেক্ষিতে কমেন্টে আসিফ ভক্তরা মুন্নিসহ অন্য শিল্পীদের নানাভাবে বুলিং করছিলো। এর প্রেক্ষিতে মুন্নি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে আসিফের বিরুদ্ধে মামলা করতে যান। সেখান থেকে তাকে আগে হাতিরঝিল থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

মুন্নি এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ‘একটা মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখনই সে মামলা করতে বাধ্য হয়। কয়েক দিন ধরে আমাকে নিয়ে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আসিফ। সেখানে তার ভক্তরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেই যাচ্ছেন। আসিফকে সতর্ক করেছেন সাইবার ক্রাইমের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্টো আসিফ বলেছেন, পারলে কিছু করে দেখাতে। ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন নিয়ে সমাজে বসবাস করি, এভাবে চলতে থাকলে সবাই ভেবে নেবে আসিফের বক্তব্যই ঠিক! তাই পদক্ষেপ নিয়েছি। আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল আমি। আশা করছি, সঠিক বিচার পাব।’

আসিফ আকবর বলেন, ‘আমি সব সময় সত্যের পথে চলি। কোনো ভয়ভীতি দেখিয়ে আমাকে থামানো যাবে না। তা ছাড়া মুন্নিকে নিয়ে সরাসরি কোনো স্ট্যাটাস দিইনি। তিনি কেন নিজেকে জড়িয়ে নিলেন? জেল খাটার অভিজ্ঞতা আমার আছে। তবে বিশ্বাসঘাতকদের চেহারা কেমন হয় মানুষকে সেটা দেখাতে চাই। সব প্রশ্নের উত্তর রেডি, সাক্ষীও রেখেছি সলিড। কিছু চমকও থাকছে। গতবারের মতো একচেটিয়া সুযোগ আর কেউ পাবে না।’

বিজ্ঞাপন

আসিফ আকবর জিডি দিনাত জাহান মুন্নি হাতিরঝিল থানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর