চলে গেলেন কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক বাসু চ্যাটার্জী
৪ জুন ২০২০ ১৪:৫১
চলে গেলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার বাসু চ্যাটার্জী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জনপ্রিয় বাংলা সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নির্মাতা ছিলেন তিনি। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া এই ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিল চলচ্চিত্র অঙ্গনে। একই সাথে এ ছবি দিয়েই চলচ্চিত্র সফল যাত্রা শুরু হয় অভিনেতা ফেরদৌস’র।
বাসু চ্যাটার্জী একাধিক হিন্দি সিনেমাও নির্মান করেন, যার মধ্যে রয়েছে ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘বাতো বাতো মে’, ‘চামেলি কি শাদি’, ‘এক রুকা হুয়া ফয়সলা’ সহ একাধিক জনপ্রিয় ছবি।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টা নাগাদ মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে বাসু চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে শেষ যাত্রায় কারা কারা হাজির থাকবেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে বার্ধক্য জনিত কারনেই বাসু চ্যাটার্জী’র মৃত্যু হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
বাসু চ্যাটার্জী’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার চলচ্চিত্র মহলে।
চলচ্চিত্র মহল ফেরদৌস বাংলা চলচ্চিত্র বাসু চ্যাটার্জী হঠাৎ বৃষ্টি