Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেমা হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত আগামী সপ্তাহে


১৪ মে ২০২০ ১৭:৫৪ | আপডেট: ১৪ মে ২০২০ ১৮:২১

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সকল সিনেমা হল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত এর প্রকোপ না কমে বেড়ে যাওয়ায় ঈদের জন্য ঘোষিত সিনেমাগুলোর অধিকাংশই মুক্তি স্থগিত করেছে। এমতাবস্থায় ঈদে হল খুলবে নাকি খুলবে না তা নিয়ে বৈঠক হবে আগামী রবিবার (১৭ মে)।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির ২০১৯-২১ মেয়াদি নির্বাচনের অনিয়মের অভিযোগ উঠায় নির্বাচন স্থগিত করে আবদুল আউয়ালকে প্রশাসকের দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রদর্শক সমিতির নির্বাচিত কমিটি আসার আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকছেন। তার নেতৃত্বে রবিবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের বড় হল মালিকদের মধ্যে নেতৃস্থানীয়দের নিয়ে আমরা বৈঠক করবো। সবার সঙ্গে কথা বলেই হল বন্ধ-খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিবো।’

এদিকে ঈদে সিনেমা হল খোলার ব্যাপারে কিছু হল মালিক রাজী থাকলেও অধিকাংশই দেশের এ পরিস্থিতিতে হল খোলার পক্ষে না।

মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ সিনেমা হল খোলার পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, ‘দেড়মাস ধরে হল বন্ধ থাকায় আমরা স্টাফদের বেতন দিতে পারছি না। এখন যদি ঈদের কয়েকদিনের জন্য খুলে দেওয়া যায় তাহলে তাদের বেতন-ভাতা দেওয়া যাবে।’

অন্যদিকে হল মালিকদের আরেক নেতা কাজী শোয়েব মনে করেন দেশের এ দুর্যোগ মুহুর্তে নিজেদের ক্ষতি মেনে নিয়ে হলেও হল বন্ধ রাখা উচ্চিত। তিনি বলেন, ‘হল হচ্ছে বদ্ধ পরিবেশের জায়গা। এখানে দর্শকরা পাশাপাশি বসতে হয়। তাতে করে একজন করোনায় আক্রান্ত থাকলে আরেকজনের আক্রান্তের সম্ভাবনা থাকে। তাই এখনই হল খোলা সমীচীন হবে না।’

বিজ্ঞাপন

ঈদের ছবি করোনাভাইরাস টপ নিউজ সিনেমা হল

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর