Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা


১৯ এপ্রিল ২০২০ ০১:৩৩ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০২:০১

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবত কিডনী জনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

ফেরদৌসী আহমেদ লিনা ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তিনি। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। এবং তাঁর অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর অভিনীত জনপ্রিয় নাটক গুলির মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’, ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

বিজ্ঞাপন

ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন।

অভিনেত্রী কালো কোকিলা গুলশান এভিনিউ টপ নিউজ দেবদাস ফেরদৌসী আহমেদ লিনা বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজলক্ষী শ্রীকান্ত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর