Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যারিয়ারের চাবি নিজ হাতে


১৯ মার্চ ২০২০ ১৪:০০

জ্যাকুলিন ফার্নান্দেজ খুব আশাবাদী ছিলেন ‘ড্রাইভ’ নিয়ে। নেটফ্লিক্সের ছবিটি তাকে খুবই হতাশ করেছে। দর্শকরা গ্রহণ করেনি ‘ড্রাইভ’। তাই নিজের ক্যারিয়ার ঠিক রাখার চাবি নিজের হাতে নিয়ে নিয়েছেন তিনি। এর জন্য শুধু তামিল ইন্ডাস্ট্রিতে পাড়ি জমাননি, আসছেন প্রযোজক হিসেবেও।

জ্যাকুলিনের ঘনিষ্ঠ এক বন্ধু বলছেন, ‘সে খুব একটা খুশি নয়, তার কাছে যে ধরনের হিন্দি ছবির অফার আসছে। তাই সে নিজেই নিজের ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছে।’ জ্যাকুলিন প্রযোজিত ছবির নায়িকা তিনি নিজেই থাকছেন। তবে ভবিষ্যতে তার প্রযোজনায় অন্য নায়িকারাও কাজ করবেন বলে তার বন্ধুটি জানান।

বিজ্ঞাপন

এদিকে শুধু প্রযোজনা নয়, একটি টক শোও নিয়ে আসছেন জ্যাকুলিন। শোটি ইংরেজিতে হবে কারণ এখনও যেহেতু তার হিন্দি অতটা ভালো নয়। বলিউড ইন্ডাস্ট্রিতে তার কাছের বন্ধুদের আমন্ত্রণ জানাবেন হৃদয় খুলে কথা বলার জন্য।

এ মুহুর্তে বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেক তারকা টক শো করছেন— কারিনা কাপুর, নেহা ধুপিয়া, করন জোহর। জ্যাকুলিনকে তার শোটি জনপ্রিয় করতে হলে এদের থেকে ভিন্ন কিছু উপহার দিতে হবে দর্শকদের। এখন দেখার জ্যাকুলিন কতটা সফল হন।

ক্যারিয়ার জ্যাকুলিন ফার্নান্দেজ টক শো ড্রাইভ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর