Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দহন একটি পরিপূর্ণ সিনেমা : সিয়াম আহমেদ


২৯ নভেম্বর ২০১৮ ১৬:১৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ১৬:৪৪

সিয়াম আহমেদ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।  

প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছেন সিয়াম আহমেদ। ‘পোড়ামন ২’ ছবিতে পূজা চেরীর সঙ্গে তার রসায়ন ভালোই উপভোগ করেছেন দর্শকেরা। তার অভিনয়েরও প্রশংসা করেছেন সবাই। এবার সিয়ামকে দেখা যাবে ‘দহন’ ছবিতে। এই ছবিতেও তার নায়িকা হয়েছেন পূজা। ছবিটি মুক্তি পাবে আগামীকাল (৩০ নভেম্বর) শুক্রবার।

‘দহন’ ছবিতে সিয়ামের চরিত্রের নাম তুলা। চরিত্রটি প্রসঙ্গে সারাবাংলাকে সিয়াম বলেন, ‘দহনে আমার চরিত্রের নাম তুলা হলেও লোকজন ডাকে ‘হারামি তুলা’ বলে। বংশ পরিচয় নেই আবার জন্ম পরিচয়ও নেই। বড় হওয়ার স্মৃতি নেই। বাপ-মা নেই। প্রকৃত অর্থে রাস্তার ছেলে। ওর কাছে রীতি-নীতি বলে কিছু নেই। ও টাকার জন্য সবকিছু করতে পারে।’

এতো ‘নেই’ এর ভিড়ে নিশ্চয় কিছু একটা বিশেষও রয়েছে? সিয়াম বলেন, ‘হ্যাঁ! তা আছে। তুলা বাইরে যতোই খারাপ হোক, ভেতরে কিন্তু ওর খুব নরম একটা মন আছে। একজনকেই সে ভালোবাসে। সে হচ্ছে আশা। মানে তুলার আশা আছে।’

সিয়াম বলেন, ‘ওই দিক থেকে তুলার ভেতরে ঘৃণাও চরম আবার ভালোবাসাও চরম। আর দশটা ছেলের মতো ভালোটা সে বাসে না। ও ভালো করে কথা বলতে পারে না। কারো সঙ্গে কথা বলতে গেলে মাথায় থাপ্পর দিয়ে বা ঘুষি দিয়ে কথা বলে। এমনকি আশার সঙ্গেও এমন করে সে।তবে ও ছিঁচকে মাস্তান না। রাস্তায় পলিটিক্যাল কাজ করে। গাড়ী ভাঙচুর করে। ধর্মঘট করে। এসব কাজে নেতারা তুলাকে ব্যবহার করে।’

এতো গেল তুলার গল্প। এই ছবিতে তুলার যে ‘আশা’ রয়েছে, সেই আশা চরিত্রটি করেছেন পূজা চেরী। শ্রেণী সমাজের তলানিতে থাকা আশার প্রেম ও পরিণতি দেখাবে এই ছবি। সেখানে কেমন অভিনয় করেছেন পূজা? সিয়াম বলেন, ‘পূজা প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। এই ছবিতে সে এতো সুন্দর অভিনয় করেছে যে দর্শকেরা মুগ্ধ হয়ে শুধু তাকেই দেখবে।’

বিজ্ঞাপন

সিয়াম-পূজা ছাড়াও ‘দহন’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা মম। কিন্তু ছবির প্রচারণায় সেভাবে তাকে দেখা যায়নি। ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কিছু বলছেন না ‘দারুচিনি দ্বীপ’ খ্যাত এই তারকা। এর কি কারণ? সিয়াম বলেন, ‘মম নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত আছেন। দহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি তিনি করেছেন। তাকে ছবিটির নায়কও বলা যায়। বাকীটা দর্শক হলে বসেই বুঝতে পারবে।’

দহন

‘দহন’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। শুক্রবার থেকে চল্লিশটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ছবিটি। এই সিনেমাকে ‘দর্শক সিয়াম’ কিভাবে মূল্যায়ন করছেন?

সিয়াম বলেন, ‘এটি একটি পরিপূর্ণ সিনেমা। পোড়ামন ২ ছবিতে আমার সবাই নতুন ছিলাম। পরিচালকও নতুন। ফলে নিজেদের সেরাটা হয়তো দেয়া যায়নি! এই ছবিতে সেটা হয়নি। তাই ‘দহন’ সত্যিকার অর্থেই সিনেমা হয়ে উঠেছে। দর্শককে নাড়া দেয় এমন সিনেমা হিসেবে স্মৃতিতে থেকে যাবার মতো সিনেমা আমাদের ‘দহন’।

সারাবাংলা/টিএস/পিএম

জাজ মাল্টিমিডিয়া দহন দারুচিনি দ্বীপ পূজা পোড়ামন ২ রায়হান রাফি সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর