Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পাইডারম্যানের নতুন ছবি ফাঁস


১৫ অক্টোবর ২০১৮ ১৫:৫৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

স্পাইডারম্যান সিরিজের নতুন ছবি ‘স্পাইডারম্যান: ফার ফর্ম হোম’। এতেও স্পাইডারম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। স্পাইডারম্যান সিরিজে এই অভিনেতা যুক্ত হয়েছেন ‘স্পাইডারম্যান: হোমকামিং’ থেকে।

নতুন সিনেমা ‘স্পাইডারম্যান: ফার ফর্ম হোম’-এর সেট থেকে আবারও কিছু ছবি ফাঁস হয়েছে। আর সেই ছবিগুলোই এখন ঘুরে বেড়াচ্ছে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে। গুচ্ছ ছবিগুলো যে সেট থেকে তোলা হয়েছে সেটি ছিল স্পাইডারম্যানের একটি উদ্ধার কাজের দৃশ্য। সেখানে স্পাইডারম্যানকে তার পোশাক পরে এক নারীকে উদ্ধার করছে দেখা যাচ্ছে। যেখানে স্পস্টই দেখা যাচ্ছে জানডেয়া নামের একজনকে উদ্ধার করছে স্পাইডি।

তবে এবার ছবি ফাঁস হওয়ায় স্পাইডি ভক্তরা জেনে গেছেন তার পোশাক কেমন হবে। ছবি দেখে বোঝা যাচ্ছে আগের মতো নেই স্পাইডারম্যানের পোশাক। গাঢ় নীল ও লাল রংয়ের পোশাক দেখে ভক্তদের মনে পড়ে যেতে পারে প্রথম দিকের স্পাইডারম্যানকে। ভক্তরা অনলাইনে জানিয়েছে, স্পাইডারম্যানের এবারের জুতা অনেকটা খেলার জুতার মতো।

ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার এবং হোমকামিং-এ স্পাইডারম্যানের পোশাক ছিল একইরকম। অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার- ছবিতে পোশাকটি প্রযুক্তিগতভাবে আরও উন্নত হয়।

সারাবাংলা/পিএ

স্পাইডারম্যান

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর