এক মঞ্চে দুই বাংলার বারো শিল্পী
১৪ অক্টোবর ২০১৮ ১৫:৫৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৫:৫৯
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দুই বাংলার শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাচের রিয়েলিটি শো ‘বাজলো ঝুমুর তারার নূপুর’। এ উপলক্ষে প্রাকপ্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ১৩ অক্টোবর। প্রাকপ্রদর্শনীর এ আয়োজনে ওপার বাংলা থেকে এসেছিলেন এ রিয়েলিটি শো’র প্রতিযোগী প্রীতি, এনা, তিথি ও লাভলী। আর বাংলাদেশের প্রতিযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন ইশানা, স্পর্শিয়া, অমৃতা, পিয়া, ভাবনা ও সাফা।
শো’র অন্যতম বিচারক জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এসেছিলেন এ আয়োজনে। আরও উপস্থিত ছিলেন শো’র অন্যতম উপস্থাপক নাবিলা। অনুষ্ঠানের মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে অংশগ্রহণ করেছেন ছয়জন করে মোট ১২ জন তারকা। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন টিভি অভিনেত্রী ইশানা, ভাবনা, জান্নাতুল ফেরদৌস পিয়া, স্পর্শিয়া, অমৃতা ও সাফা কবির। কলকাতা থেকে রিমঝিম, সোহিনী, এনা সাহা, লাভলী, তিথি ও প্রীতি।
এ রিয়েলিটি শোয়ে আরও প্রতিযোগিতা করেছেন বাংলাদেশ থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহি, টেলিভিশন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ও জাকিয়া বারী মম। কলকাতা থেকে অংশ নিয়েছেন জি বাংলার রাশি সিরিয়ালের রাশি চরিত্রের অভিনেত্রী গিতশ্রী, চিত্রনায়কা পায়েল ও ছোট ঋতুপর্ণা।
প্রতিটি পর্বে প্রধান বিচারক হিসেবে আছেন বাংলাদেশের ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার বর্তমান ভারতীয় লোকসভার সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়।
বিভিন্ন পর্বে বাংলাদেশ থেকে অতিথি বিচারক হিসেবে যুক্ত আছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৗস, সংগীতশিল্পী আঁখি আলমগীর, অভিনেতা তৌকীর আহমেদ ও সজল। আর কলকাতা থেকে সংগীতশিল্পী জোজো, অনিন্ধ, শ্রীলেখা মিত্র ও নৃত্যবিশারদ তনুশ্রী শংকর। প্রতিটি পর্ব যৌথভাবে উপস্থাপনা করেছেন বাংলাদেশের মাসুমা আক্তার নাবিলা ও কলকাতার সৌরভ।
এ অনুষ্ঠানে বিভিন্ন রকমের নাচের প্রদর্শন রয়েছে। ভরতনাট্যম, মনিপুর, ছৌ, কত্থক থেকে শুরু করে হিপহপ, মডার্ন সব ধরনের নাচ প্রদর্শন করা হবে। নাচের এ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল, বুধ, এবং বৃহস্পতিবার রাত ১০টায় নাগরিক টিভিতে প্রচার হবে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ডায়মন্ড ওয়ার্ল্ড।
সারাবাংলা/পিএ