‘হিমু’কে নিয়ে ছবি বানানোর ইচ্ছা সৃজিতের!
১১ অক্টোবর ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৫:০৬
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
মিসির আলিকে নিয়ে চলচ্চিত্র বানানোর ইচ্ছে ছিল সৃজিত মুখার্জীর। হলো না। তার আগেই অনম বিশ্বাস ‘দেবী’ উপন্যাস থেকে সিনেমা নির্মাণ করে ফেলেছেন। যেখানে অভিনয় করেছেন সৃজিতের ‘বিশেষ বন্ধু’ জয়া আহসান। ছবিটির প্রচারণার জন্য এক ভিডিও বার্তায় এসব কথা বলেছেন সৃজিত। সেই সঙ্গে হুমায়ূন আহমেদ সৃষ্ট চরিত্র ‘হিমু’কে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছাপোষণ করেন ‘অটোগ্রাফ’ খ্যাত এই নির্মাতা।
আরও পড়ুন : ‘হালদা’র ঘরে গ্র্যান্ড প্রিক্স
সৃজিত বলেন, ‘মিসির আলি প্রথমবার পর্দায় আসছেন। বাংলা সাহিত্যের যারা গুণমুগ্ধ ভক্ত, যেমন আমি, তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। মিসির আলি চরিত্র নিয়ে আমার কাজ করার খুবই ইচ্ছে ছিল। মিসির আলি ফস্কে গেলো। আশা করছি হিমু চরিত্রটি নিয়ে কিছু একটা করতে পারব।’
‘বাইশে শ্রাবণ’ সিনেমার এই তারকা নির্মাতা আরও বলেন, ‘আমি টিজার দেখে ফেলেছি। বলার অপেক্ষা রাখে না যে এটা একটি চমৎকার কাজ। নিস্তব্ধার খুব ভালো প্রয়োগ ও ব্যবহার দেখলাম আমি টিজারে। সত্যিই আমি উন্মুখ হয়ে বসে আছি কবে মুক্তি পাবে এবং কবে আমি দেখতে পাবো ছবিটা। সি ফর সিনেমা এবং জয়া, দুজনকেই জানাই শুভকামনা।’
এর আগে জয়াকে নিজের ‘বিশেষ বন্ধু’ বলেও পরিচয় দেন সৃজিত।
প্রসঙ্গত, আগামী ১৯ অক্টোবর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দেবী’। এরপর দেশের বাইরে আগামী ১০ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী হবে। এতে জয়া আহসান ছাড়াও চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের ও শবনম ফারিয়া অভিনয় করেছেন।
সারাবাংলা/টিএস/পিএ
আরও পড়ুন : ছবি নিয়ে আসছেন আমির-দীপিকা?
আরো দেখুন :
সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব