Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও ট্রোলের শিকার টলিপাড়ার গ্ল্যামার কুইন নুসরাত!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪২

নায়িকা মানেই ঝলমলে লুক, পারফেক্ট সাজগোজ, রেড কার্পেট স্টাইল— কিন্তু নুসরাতের ক্ষেত্রে সবসময় যেন উল্টোটাই হয়! কারণ তিনি যখনই মেকআপ ছাড়া ছবি বা ভিডিও পোস্ট করেন, তখনই নেটিজেনরা নেমে পড়েন ট্রোলিং মুডে!

সোশ্যাল মিডিয়ায় ছেলের সঙ্গে এক কিউট ভিডিও শেয়ার করেছেন নুসরাত জাহান। সদ্য ঘুম থেকে ওঠা নায়িকা— চোখে মোটা ফ্রেমের চশমা, উসকো-খুসকো চুল, সাদা টি-শার্টে একেবারে ক্যাজুয়াল লুকে। আর পাশে ছোট্ট দুষ্টু ঈশান, মায়ের সঙ্গে খেলায় মেতেছে।

ভিডিওতে দেখা যায়, ঈশান খেলনা গাড়ি নিয়ে সোজা মায়ের মুখ আর চুলের ওপর দিয়ে চালিয়ে দিচ্ছে। নুসরাত হেসে বলে উঠলেন— ‘আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো?’ কিন্তু বাচ্চার দুষ্টুমি থেমে থাকে নাকি! আবারও মুখের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলো সে।

বিজ্ঞাপন

ভিডিও পোস্ট হতেই একদল নেটিজেন শুরু করলেন কটাক্ষ। কেউ লিখছেন— ‘এটাই করণ জোহারের ফিমেল ভার্সন!’ আবার কেউ বলছেন— ‘সার্জারি করে কী যে বানিয়েছেন মুখটা!’ আরেকজন তো একেবারে ঘোষণা করে দিলেন— ‘রাজকুমারি কোকো ভার্সন!’

আসলে নুসরাত ঠোঁট সার্জারির পর থেকেই বারবার কটাক্ষের শিকার হচ্ছেন। পাতলা ঠোঁট থেকে মোটা ঠোঁটে ট্রান্সফরমেশন নেটিজেনদের একদমই হজম হচ্ছে না।

তবে ট্রোল যাই হোক না কেন, নুসরাত কিন্তু থেমে নেই! খুব শিগগিরই তাকে আবার দেখা যাবে বড় পর্দায়—‘রক্তবীজ ২’-এর আইটেম ডান্সে। ইতিমধ্যেই তার গাওয়া গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস কর যাবে না’ সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়ে গেছে।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর