Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যান্সারে আক্রান্ত বলিউডের সোনালি বেন্দ্রে


৪ জুলাই ২০১৮ ১৭:২৩

সোনালি বেন্দ্রে

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলি-হলির জনপ্রিয় অভিনেতা ইরফান খানের ক্যান্সারের খবরের পর বলিউডের আরেক অভিনয় শিল্পীর ক্যান্সারের খবর। বলিউডের ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সারফারোস’ খ্যাত অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এ খবরে মর্মাহত বলিউড।

খবরটি নিজেই সবাইকে জানিয়েছেন সোনালি। এই মুহূর্তে তিনি ক্যান্সারের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন বলে বুধবার (৪ জুলাই) টুইট করেছেন অভিনেত্রী। এই বিষয়টা অপ্রত্যাশিত ভাবে জানতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি।

বেশকিছুদিন আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’-এর বিচারকের ভূমিকায় ছিলেন সোনালি। তবে ২ দিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আর এর পরেই তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর মিলল।

https://www.instagram.com/p/BkzNkCulnEC/?taken-by=iamsonalibendre

খবরটি জানিয়ে টুইটারে এক লম্বা পোস্ট লিখেছেন সোনালি, ‘যখনই তুমি খারাপ কিছু আশা করবে না তখনই জীবন তোমাকে বাঁকা পথে নিয়ে যাবে। সম্প্রতি পরীক্ষানিরীক্ষা আমার চূড়ান্ত পর্যায়ে ক্যান্সার ধরা পড়েছে এবং সেটা শরীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটা আমি কখনওই আশা করিনি। একটা ব্যাথা হচ্ছিল। সেটা পরীক্ষা করতেই ক্যান্সার ধরা পড়ে। আমার পরিবার ও বন্ধুরা আমার পাশে আছে। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।’

ক্যান্সারে আক্রান্ত হলেও চেষ্টা করছেন ভেঙে না পড়তে, সোনালি আরও লিখেছেন, ‘এখন এটার মোকাবিলা করা ছাড়া আর উপায় নেই। চিকিৎসকরা যতটা সম্ভব দ্রুত কাজ করার চেষ্টা করছেন। আমি বর্তমানে নিউ ইয়র্ক-এ চিকিৎসারত রয়েছি। আমি আশাবাদী এবং প্রতিটা পদক্ষেপে লড়াই করার জন্য প্রস্তুত।’

বিজ্ঞাপন

কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা ইরফান খানও নিউরো এন্ড্রোক্রাইন ক্যান্সারের মত জটিল ব্যাধিতে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তারও এই মুহূর্তে লন্ডনে চিকিৎসা চলছে।

সারাবাংলা/পিএ

সোনালি বেন্দ্রে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর