তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি, সেই সঙ্গে বেড়েছে ঠান্ডা বাতাস
১৯ জানুয়ারি ২০২৫ ০৯:৩২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০৯:৩৪
ঢাকা: সারা দেশে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। তাতে রাজধানীতে শীতের তীব্রতা পাওয়া না গেলে উত্তরের ঠান্ডা বাতাস সকালে শীত অনুভুত হয়েছে। এদিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।
রোববার (১৯ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ সময় মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ পরিস্থিতি থাকতে পারে সোমবারও (২০ জানুয়ারি)। ওই দিনও সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে এই দুইদিনে দেশের কোথাও বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া থাকবে শুষ্ক।
আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, ‘সপ্তাহের মাঝামাঝি সময়ে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে।’
তিনি আরও জানান, ‘উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না।’
সারাবাংলা/জেআর/এমপি