Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ৫ মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ০৯:২০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের সিলেট অঞ্চলে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উভয় ভূমিকম্পের কেন্দ্র ছিল সিলেটের বিয়ানিবাজার এলাকায়।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্পে আবারও কেঁপে ওঠে সিলেট।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ৩০ কিলোমিটার।

একই রাতে পার্শ্ববর্তী দেশ ও অঞ্চলেও কয়েকটি ভূকম্পন রেকর্ড হয়েছে। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্র ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। এরপর রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়; যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

বিজ্ঞাপন

একই রাতে ধারাবাহিকভাবে একাধিক ভূকম্পন পর্যবেক্ষিত হওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

ঢাকায় সকালে তাপমাত্রা ১৬ ডিগ্রি
১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮

আরো

সম্পর্কিত খবর