Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭ম

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৩

ঢাকা: বিশ্বের প্রধান শহরগুলোর লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI⁺) র‌্যাংকিংয়ে আবারও শীর্ষ দূষিত নগরীর তালিকায় উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পর্যন্ত প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ৭ নম্বরে, যেখানে শহরটির AQI রেকর্ড হয়েছে ১৯৩। এটি ‘অস্বাস্থ্যকর’ বা Unhealthy ক্যাটেগরির অন্তর্ভুক্ত।

তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর; শহরটির AQI ২৭৮, যা অত্যন্ত বিপজ্জনক মাত্রা হিসেবে বিবেচিত। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (AQI ২৭৩)। এরপর যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (২৩৫), ভারতের কলকাতা (২৩৪), পাকিস্তানের করাচি (২২৭) এবং চীনের উহান (১৯৮) অবস্থান করছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে ঢাকার বায়ুদূষণের মাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রাজধানীতে চলমান নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, ইটভাটা এবং বর্জ্য পোড়ানো—এগুলোই বায়ুদূষণের প্রধান উৎস।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, AQI ১৫০-এর উপরে উঠলেই শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি, চোখ জ্বালা ও হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়ে। বর্তমান সূচক ১৯৩ হওয়ায় সাধারণ মানুষের জন্যও পরিস্থিতি ঝুঁকিপূর্ণ।

পরিবেশ অধিদফতর বলছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কড়া নজরদারি, নিয়মিত পানি ছিটানো, নির্মাণসাইট ঢেকে রাখা, ইটভাটায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং বর্জ্য পোড়ানো বন্ধ না হলে পরিস্থিতির উন্নতি কঠিন।

বিশেষজ্ঞরা মনে করেন, বিশ্বের দূষিত শহরের তালিকায় নিয়মিতভাবে ঢাকার অবস্থান উপরের দিকে থাকা দেশের নগর পরিকল্পনা ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন

ঢাকায় সকালে তাপমাত্রা ১৬ ডিগ্রি
১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮

আরো

সম্পর্কিত খবর