Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ০৯:৫২ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১২:২৫

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। নিম্নচাপটি বর্তমানে পশ্চিম–উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে প্রায় এক হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর