Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেজাজ হারিয়ে সমর্থকদের মারতে গেলেন খুশদিল!

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৫ ১৫:৫৭

দুই আফগান দর্শকের দিকে তেড়ে যাচ্ছেন খুশদিল

টি-টোয়েন্টি সিরিজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হারল পাকিস্তান। শুধু হার নয়, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গী হয়েছে হোয়াইটওয়াশও। আজ মাউন্ট মঙ্গানুইতে কিউই পেসার বেন সিয়ার্সের দারুণ বোলিংয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান হেরেছে ৪৩ রানে। সেই ম্যাচ চলাকালীনই মেজাজ হারিয়ে সমর্থকদের মারতে তেড়ে গেছেন খুশদিল শাহ।

নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের দুই সিরিজই মাঠে বসে দেখেছেন অনেক পাকিস্তানি সমর্থক। যাদের বেশিরভাগই সেখানকান পাকিস্তানি প্রবাসী। দলের ব্যর্থতা মেনে নিতে পারেননি তারা। তাতে একদল সমর্থক কাটেন টিপ্পনী। মাউন্ট মঙ্গানুই স্টেডিয়ামের গ্যালারি একদম মাঠ সংলগ্ন। যে কারণে দর্শক সারি থেকে ভেসে আসা মন্তব্য ক্রিকেটারদের কানেও পৌঁছায়।

বিজ্ঞাপন

তৃতীয় ওয়ানডে চলাকালীন তেমনই এক মন্তব্য শুনতে পান খুশদিল। রেগে মেজাজ হারিয়ে তখন সমর্থকদের দিকে তেড়ে যেতে চান তিনি। মাঠের নিরাপত্তারক্ষী তার জার্সি টেনে ধরে আটকে ধরেন। এসময় পেছনে দাঁড়িয়ে ছিলেন ফাহিম আশরাফও। যদিও এখনও জানা যায়নি খুশদিলকে উদ্দেশ্যে করে ঠিক কী বলেছিলেন সেই সমর্থকেরা।

এদিকে টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচ খেললেও ওয়ানডেতে সুযোগ পাননি খুশদিল। তিন ম্যাচেই সাইড বেঞ্চে বসে ছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

সারাবাংলা/জেটি

খুশদিল শাহ পাকিস্তান ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর