Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় বেতন-বোনাস পাননি নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০২৫ ১৬:২৫

কোচ পিটার বাটলারের অপসারন চাওয়া, গণ পদত্যাগের হুমকি-সহ নানান কারণে গত কয়েক মাস ধরেই টালমাটাল বাংলাদেশের নারী ফুটবল দল। এবার লাগল আরও এক ধাক্কা। আসন্ন ঈদ-উল-ফিতরের জন্য বোনাস কিংবা নতুন ঘোষিত চুক্তি অনুযায়ী বেতনও পাননি তারা। জানা গেছে,  মূলত ব্যাংক অ্যাকাউন্ট না থাকার কারণেই বেতন-বোনাস পাননি নারী ফুটবল দলের বেশিরভাগ সদস্য।

টানা দুইবার সাফ জেতা দলের সাবিনা-মাসুরা-ঋতুপর্ণা সহ ১৮ সিনিয়র ফুটবলার ডাক দেন কোচ বিদ্রোহের। তারা জানান, আর খেলবেন না বাটলারের অধীনে। এই ইংলিশ কোচের অধীনে যাবতীয় ট্রেনিং-অনুশীলন থেকেও বিরত থাকেন। তবে বাফুফে সভাপতির সাথে দফায় দফায় বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা। কিন্তু গত ১০ ফেব্রুয়ারি ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে ঘোষিত সেই চুক্তিতে জায়গা হয়নি সাবিনা-ঋতুপর্ণাদের। তাদের ছাড়াই ৩৬ জন নারী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করে বাফুফে।

বিজ্ঞাপন

নতুন চুক্তিভূক্ত হওয়া নারী ফুটবলারদের অনেকেরই নেই ব্যাংক অ্যাকাউন্ট। যার ফলে ঈদের বেতন-বোনাস তাদের বুঝিয়ে দিতে পারেনি বাফুফে। তবে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ঈদের পরই বুঝিয়ে দেওয়া হবে ফুটবলারদের পাওনা, ‘চুক্তির পর নতুন সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। অনেকে অ্যাকাউন্ট করেনি এজন্য আমরা তাদের সম্মানি দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসাথে দেওয়া হবে। তাদের জন্য আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত রয়েছে।’

এছাড়াও সাফ জয়ী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাফুফে। চার মাস পেরিয়ে গেলেও এখনো সেই টাকা বুঝে পাননি ফুটবলাররা।

বিজ্ঞাপন

এদিকে ফুটবলারদের পাশাপাশি বেতন হয়নি রেফারিদেরও। চলতি মৌসুমের অর্ধেকের বেশি শেষ হলেও রেফারিরা পেয়েছেন মাত্র ৫ রাউন্ডের সম্মানি। ঈদকে সামনে রেখে বকেয়া বেতনের আশা থাকলেও শেষ পর্যন্ত সেটা পাননি তারা।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ নারী ফুটবল দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর