Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৫ ১৫:১২ | আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৬:৩৫

তামিম ইকবাল

গত ২৪ মার্চ ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। সেদিনই সাভারের কেপিজে হাসপাতালে রিং পরানো হয় তামিমের হার্টে। সেখান থেকে ২৬ মার্চ তামিমকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে পর্যবেক্ষণের পর আজ (শুক্রবার) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দুপুরে নিজের বাসায় ফিরেছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।

আপাতত তার বড় কোনো শারীরিক ঝুঁকি নেই। তবে লম্বা দীর্ঘ সময় থাকতে হবে বিশ্রামে। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে সার্বক্ষণিক। যদিও আগামী শনিবার কিছু পরীক্ষা করানোর জন্য আবারও হাসপাতালে যেতে হবে তাকে।

বিজ্ঞাপন

সাভারের কেপিজে হাসপাতালে হার্টে রিং পরানোর পর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর জানান, স্বাভাবিক জীবন যাপন ও কার্যক্রমে ফিরতে কমপক্ষে তিন মাস সময় লাগবে তামিমের। অবশ্য অস্ত্রোপচারের প্রাথমিক ধকল কাটিয়ে উঠলে স্বাভাবিক কার্যক্রম ও হাঁটাচলা করতে পারবেন তামিম।

গত সোমবারসাভার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টসের পর  বুকে হালকা ব্যথা অনুভব করেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। তার অফিসিয়াল ফেসবুক পেজের এডমিনের দেয়া পোস্ট থেকে জানা যায়, দুই দফায় হার্ট অ্যাটাক হয়েছে তামিম ইকবালের। সাভারের কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। তখন তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (CCU) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। একদিন পর সন্ধ্যায় তাকে নেয়া হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল বিসিবি হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর