বৃষ্টির দাপটের দিনে পারটেক্সের জয়
২২ মার্চ ২০২৫ ২১:০৪ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১২:০৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ বৃষ্টির দাপট। তিন ম্যাচের দুটিই গেছে বৃষ্টির পেটে। বিকেএসপিতে বৃষ্টির কারণ এক ম্যাচও খেলা হয়নি। তবে মিরপুরে বৃষ্টি উপেক্ষা করে ম্যাচ শেষ হয়েছে। ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
শনিবার (২৩ মার্চ) বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল ব্রাদার্স ইউনিয়নের এবং গুলশান ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এই দুই ম্যাচই গেছে বৃষ্টির পেটে।
মিরপুরেও বৃষ্টির উপদ্রব ছিল। তবে মাঠ পরিস্কার করে ফ্লাডলাইটের আলোতে ম্যাচ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ম্যাচে ১ উইকেটের জয় পেয়েছে পারটেক্স। সপ্তম ম্যাচে দলটার এটা দ্বিতীয় জয়।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ২১৮ রান তুলেছিল অগ্রণী ব্যাংক। ৮৭ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন মার্শাল আইয়ূব। এছাড়া ওপেনার সাদমান ইসলাম অনিক ৪৮ বলে ৩১, অধিনায়ক ইমরুল কায়েস ৩৯ বলে ১৯ রান করেন। পারটেক্সের হয়ে ৪১ রানে ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র। ২টি করে উইকেট নিয়েছেন মোহর শেখ, আলাউদ্দিন বাবু ও জাওয়াদ রোয়েন।
পরে জবাব দিতে নেমে পারটেক্সের শুরুটাও ভালো হয়নি। ৯১ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় দলটি। তবে এরপর ৭০ রানের একটা জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে দলটি। অবশ্য ২০৩ থেকে ২০৯ এই ৬ রানে ৪ উইকেট হারিয়ে শেষ দিকে নাটকীয়তার জন্ম দিয়েছিল পারটেক্স। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়তার মধ্যে ১ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে পারটেক্সেই।
দলটার পক্ষে ১০৩ বলে ৮০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মোহাম্মদ রাকিব। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ করেছেন আদিল বিন সিদ্দিক।
সারাবাংলা/এসএইচএস