ব্যাট হাতে কোহলি, আম্পায়ার তার সাবেক সতীর্থ
২০ মার্চ ২০২৫ ১৭:০৫
২০০৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। মালয়েশিয়াতে অনুষ্ঠিত যুবা ক্রিকেটারদের সেই টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তন্ময় শ্রীবাস্তভা। যুব বিশ্বকাপ জেতার পর খেলেছেন আইপিএলেও। তবে এবার আইপিএলে আম্পায়ারের ভূমিকায় ফিরছেন কোহলির সাবেক এই সতীর্থ।
তন্ময়ই হবেন প্রথম ব্যক্তি যিনি আইপিএলে প্রথমে ক্রিকেটার ও পরবর্তীতে দায়িত্ব পালন করবেন আম্পায়ার হিসেবে।
২০০৮ ও ২০০৯ মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন তন্ময়। দুই মৌসুমে অবশ্য সাত ম্যাচের বেশি খেলা হয়নি তার। তার ব্যাচমেট কোহলি-জাদেজারা জাতীয় দলের জার্সি গায়ে তুললেও তন্ময়ের অতদূর যাওয়া হয়নি। ক্যারিয়ারের পুরোটাই খেলেছেন উত্তর প্রদেশের হয়ে।
৯০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৯১৮ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ৪৪টি লিস্ট ‘এ’ ম্যাচের সাথে খেলেছেন ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচও। অবসর নিয়েছেন ২০২০ সালে। কাজ করেছেন আইসিসির ব্রডকাস্টার হিসেবেও। এবার আইপিএলে মাঠে থাকবেন আম্পায়ার হিসেবে আর তার বয়সভিত্তিক দলের সাবেক সতীর্থরা মাঠ মাতাবেন ব্যাটে-বলে।
সারাবাংলা/জেটি