বোলিংয়ে সাকিবের ‘মুক্তি’, যা বলছে বিসিবি
২০ মার্চ ২০২৫ ১৭:৪১ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৭:৫৭
বোলিং অ্যাকশনের তৃতীয় পরীক্ষায় মুক্তি মিলল সাকিব আল হাসানের। ইংল্যান্ডে আইসিসির স্বীকৃত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সাকিব। গতকাল মধ্যরাতে পরীক্ষার জানা যায়, পাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
সাকিবের বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার খবরটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি বর্ণনা করেছে বিসিবি।
বৃহস্পতিবার (২০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড(ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।’
আরও বলা হয়, ‘ইসিবি শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’
গত বছরের এপ্রিলে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিবের বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে ইংল্যান্ড ও ভারত মিলিয়ে দুইবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। কিন্তু দুবারই ব্যর্থ হয়েছেন। তৃতীয় দফা পরীক্ষার আগে ইংলিশ কাউন্টির দল সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে কাজ করেন সাকিব, তার সুফলও পেলেন।
সাকিবের বোলিং অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারেননি বাংলাদেশি তারকা। এখন ইসিবির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে অসুবিধা নেই সাকিবের। ‘মুক্ত’ সাকিব এখন বাংলাদেশের জার্সিতে ফেরেন কিনা সেটাই দেখার।
বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞার কারণে গত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবকে রাখেনি বাংলাদেশ। শুধুমাত্র ব্যাটার হিসেবে সাকিবকে দলে নিতে চায়নি টিম ম্যানেজেমেন্ট। এখন বোলিং-ব্যাটিং দুটিই করতে পারবেন সাকিব। সে হিসেবে নির্বাচকরা কী ভাবেন সেটাই দেখার।
সারাবাংলা/এসএইচএস