৩ ম্যাচ পরই বদলে যাবে রাজস্থানের অধিনায়ক
২০ মার্চ ২০২৫ ১৬:২১
এতদিন সাঞ্জু স্যামসন নেতৃত্ব দিলেও এবার নতুন অধিনায়কের অধীনে আইপিএলের নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে রাজস্থান রয়্যালস। আসরের প্রথম তিন ম্যাচের জন্য রাজস্থানকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। নিয়মিত অধিনায়ক সাঞ্জু আঙুলে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরা না ওঠাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
আজ (বৃহস্পতিবার) এক ভিডিওর মাধ্যমে সাঞ্জু স্যামসনের জবানিতে প্রথম তিন ম্যাচের জন্য রিয়ান পরাগকে অধিনায়ক ঘোষণা করেছে রাজস্থান। আগামী ২৩ মার্চ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। ২৬ ও ৩০ মার্চ প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। এই তিন ম্যাচেই রাজস্থানের নেতৃত্বে থাকবেন ডানহাতি ব্যাটার পরাগ। এই তিন ম্যাচে সাঞ্জু খেলবেন ঠিকই, তবে সম্ভবত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
রিয়ান পরাগের কাঁধে অধিনায়কত্ব তুলে দেয়া নিয়ে সেই ভিডিওতে সাঞ্জু বলেন, ‘পরের তিন ম্যাচ খেলার জন্য এখনও যথেষ্ট ফিট হতে পারেনি। তবে এই দলটায় অনেক নেতাই আছে। গত কয়েক বছরে এমন অনেকেই ছিলেন এই দলে, যারা সবকিছু দারুণভাবে সামলেছেন। তবে পরের তিনটা ম্যাচে রিয়ান দলকে নেতৃত্ব দেবে। আমি আশা করছি সবাই ওকে সহযোগিতা করে ওর পাশে থাকবে।’
ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত। সেই সিরিজেই ডান হাতের তর্জনীতে চোট পান সাঞ্জু। সেই চোট সারাতে সার্জারিও করাতে হয়েছে তাকে। এখন আছেন পুনর্বাসনের শেষ ধাপে।
সারাবাংলা/জেটি
আইপিএল আইপিএল ২০২৫ রাজস্থান রয়্যালস রিয়ান পরাগ সাঞ্জু স্যামসন