Sunday 23 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার বিসিবির বোর্ড মিটিং

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ১২:৩০

কয়েক দিনের ব্যবধানে আবারও বোর্ড মিটিং ডেকেছে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) চলাকালে এটা হতে যাচ্ছে দ্বিতীয় বোর্ড মিটিং।

আগামী সোমবার (২৪ মার্চ) দুপুরে মিরপুর শের-ই-বাংলার বিসিবি ভবনে শুরু হওয়ার কথা এই বৈঠক। এবারের বৈঠকে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তার মধ্যে অন্যতম হেড কোচ ফিল সিমন্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচন।

বিজ্ঞাপন

ফিল সিমন্সের চুক্তির মেয়াদ শেষ। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নেওয়ার কথা ভাবছে বিসিবি। এখন পর্যন্ত কথাবার্তা সেভাবেই এগুচ্ছে। বোর্ড মিটিংয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে, বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের চেয়ারটা ফাঁকা অনেক আগে থেকে। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার বিষয়টি জানানোর পর গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটন দাস ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামনেই জিম্বাবুয়ে সিরিজ। ফলে টি-টোয়েন্টির নতুন অধিনায়ক চূড়ান্ত করতে হবে বিসিবিকে। শোনা যাচ্ছে, দীর্ঘমেয়াদের জন্য লিটন দাসই পেতে যাচ্ছে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।

সম্প্রতি অবসরের ঘোষণা নিয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। তাদেরকে সংবর্ধনা দেওয়ার বিষয়েও বোর্ড মিটিংয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর