দল থেকে ছিটকে পড়ে ‘হতাশ’ মেসি
১৮ মার্চ ২০২৫ ১৫:৫৫
আগামী ২৬ মার্চ ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে সুপার ক্লাসিকো। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল। এই ম্যাচের আগে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের বিপক্ষে। প্রাথমিক দলে থাকলেও এই দুই ম্যাচের জন্য গতকাল ঘোষিত স্কোয়াডে নেই লিওনেল মেসি। বার্তা সংস্থা এপি’র বরাতে জানা গেছে, মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন মেসি।
সেই চোট ও ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই মেসিকে চূড়ান্ত স্কোয়াডে রাখেননি লিওনেল স্কালোনি। এর আগে ইন্টার মায়ামির হয়ে মাঝের তিন ম্যাচে খেলেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ খেলেছেন পেরুর বিপক্ষে গত বছরের ২০ নভেম্বর। জাতীয় দলে ফেরার অপেক্ষাটা আপাতত আরেকটু দীর্ঘ হলো মেসির। পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন মায়ামিতেই।
দল থেকে ছিটকে গিয়ে হতাশ মেসি। তবে দলে না থেকেও দূর থেকে সতীর্থদের সমর্থন জানাবেন তিনি। ইন্সটাগ্রামে এক স্টোরিতে মেসি লেখেন, ‘উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশেষ দুটি ম্যাচ খেলতে না পারা খুবই দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তের চোটে খেলা থেকে বিরতিতে যেতে হচ্ছে। তবে সাধারণ ভক্তর মতোই বাইরে থেকেই দলকে উৎসাহ দেব।’
সারাবাংলা/জেটি