তাসকিনের সেঞ্চুরি, তবে বল হাতে!
১৮ মার্চ ২০২৫ ১৪:৫৪
তাসকিন আহমেদ ব্যাটিংটা টুকটাক করতে পারেন। টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৫ রানের। তাই বলে সেঞ্চুরি করে ফেলবেন? হ্যাঁ, সেঞ্চুরি তো একটা হয়েছে আজ তাসকিনের, তবে সেটা বল হাতে। বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তাসকিন আজ ১০ ওভার বল করে ৩ উইকেট পেলেও রান দিয়েছেন ১০৭!
বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট এবং ডিপিএলের সবচেয়ে খরুচে বোলার এখন তাসকিন। উদারহস্তে তাসকিনের রান বিলানোর ম্যাচে এনামুল হক বিজয়ের ১৪৯ রানের ইনিংসে ৫ উইকেটে ৩৩৬ রান করেছে গাজী গ্রুপ।
তাসকিনের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার ছিলেন শাহাদাত হোসেন রাজিব। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ১০৪ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই ডানহাতি পেসার। গত বছরের ডিপিএলে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন ইকবাল হোসেন ইমন। আবাহনীর বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান দিয়ে ২ উইকেট নেন এই ডানহাতি পেসার।
আজ তাসকিন ছাড়িয়ে গেলেন সবাইকেই। আর ডিপিএলে সবচেয়ে বেশি খরুচে বোলিংয়ের তালিকায় তিনে আছেন মুক্তার আলী। চলতি মৌসুমে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৯ ওভারে ৯৯ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি।
আজ ১০ ওভার বল করে ২৬টি ডট আদায় করেছেন তাসকিন। হজম করেছেন ১৫টি চার ও ৬টি ছক্কা। ইকোনমি ১০ ছাড়িয়ে। অবশ্য তাসকিনের চেয়ে বেশি রান দেয়ার নজিরও আছে স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেটে। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভার বল করে ২ উইকেট পেলেও ১১৫ রান দেন নেদারল্যান্ডসের বাস ডি লিডা। সেটাই লিস্ট ‘এ’ ক্রিকেটের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।
সারাবাংলা/জেটি