Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে নেই ফাহামিদুল, ফিরেছেন ইতালিতে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৩:০১

ফাহামিদুল ইসলাম

জামাল ভূঁইয়া, তারিক কাজীদের দেখানো পথ ধরে বাংলাদেশের ফুটবলে এসেছেন হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগের তারকা। তার প্রত্যাবর্তন নিয়েই গত পরশু থেকে মাতোয়ারা দেশের গোটা ফুটবল। তাদের মতোই জাতীয় দলে ডাক পেয়েছিলেন আরেক ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। সৌদি আরবে গত সপ্তাহে ক্যাম্পে যোগ দিলেও আজ (মঙ্গলবার) দলের সাথে দেশে ফেরেননি এই তরুণ ফুটবলার।

জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের পরিকল্পনায় নেই তিনি। তাই ইতালিতে ফিরে গেছেন তিনি। গত ১১ মার্চ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন ফাহামিদুল, কোচ হাভিয়ের কাবরেরারও পছন্দের তালিকাতেই তিনি ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এবার আর অভিষেক হলো না তার লাল-সবুজের জার্সিতে।

বিজ্ঞাপন

ফাহামিদুলের বাদ পড়া নিয়ে আমের খান বলেন, ‘সৌদি আরবে আমরা ২৮ জন নিয়ে গিয়েছিলাম। কিন্তু ভারতের বিপক্ষে স্কোয়াড হবে ২৩ জনের। যদ্দুর জানি, ভারত ম্যাচের জন্য কোচের যা পরিকল্পনা, তাতে ফাহামিদুল যায় না’

অবশ্য যাচাই-বাছাই ছাড়া যে ফাহামিদুলকে কাবরেরা বাদ দেননি সেটা উঠে এলো আমের খানের কথাতেও। মূলত ভিন্ন ভিন্ন পজিশনে খেলালেও আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারেননি ইতালির চতুর্থ ডিভিশনে খেলা ফাহামিদুল।

আমের বলেন, ‘অনুশীলন ম্যাচ তাঁকে খেলানো হয়েছে। কোচ মনে করছেন, তাঁর চেয়ে ভালো খেলোয়াড় দলে আছে। কোচ তাঁকে লেফট ব্যাকে খেলিয়েছেন, লেফট উইংয়ে খেলিয়েছেন। কোচের খেলার ধরনটা সম্ভবত সে ধরতে পারেনি। আমি কোচকে জিজ্ঞেস করেছিলাম, ঠিক কী কারণে ভারতের স্কোয়াডে থাকছে না ফাহামিদুল? কোচ কিছু বলেনি আমাকে। শুধু বলা হয়েছে, ফাহামিদুল ঢাকা যাবে না। গতকালই সে ইতালি ফিরে গেছে।’

বিজ্ঞাপন

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল দলীয় অনুশীলন শেষে পরেরদিন ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল।

সারাবাংলা/জেটি

জামাল ভূঁইয়া বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর