Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৬:৩৯

মিরপুর স্টেডিয়ামে শাহরিয়ার নাফিসের সাথে নিউজিল্যান্ডের দুই প্রতিনিধি

২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু গত ০৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শংকায় বাতিল হয় সেই সফর। তবে আবার সফরটি আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। সেই সফরের অংশ হিসেবে আজ (মঙ্গলবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছে নিউজিল্যান্ডের দুই সদস্যের প্রতিনিধি দল।

সফর পূর্ব প্রস্তুতি হিসেবে আজ সকালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের দুই প্রতিনিধিকে মিরপুর স্টেডিয়ামের সবকিছু ঘুরিয়ে দেখান বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস। আরও একদিন ভেন্যু ও বিসিবির সুযোগ সুবিধা ঘুরে দেখবেন তারা।

বিজ্ঞাপন

পূর্বের সূচিতে দুটি চার দিনের ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর কথা ছিল। আবারও দুই ফরম্যাটের দুই সিরিজ আয়োজন করতে প্রস্তুত বিসিবি। তবে এখনো চূড়ান্ত হয়নি সূচি। বিসিবি সূত্রে জানা গেছে, মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই সফর।

সারাবাংলা/জেটি

বাংলাদেশ ‘এ’ দল বিসিবি শাহরিয়ার নাফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর