Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮

প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে বাংলাদেশ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেস জাতীয় নারী ফুটবল দল। সোমবার মধ্যরাতে ঢাকা ছাড়ার পর আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে আমিরাতে পৌঁছায় দল। এই সফরে আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি অনুষ্ঠিত হবে ১৭ মার্চ, দ্বিতীয়টির সূচি আগামী ২ মার্চ।

এই দুই প্রীতি ম্যাচের জন্য গত সপ্তাহের বৃহস্পতিবার ২৩ সদসের স্কোয়াড ঘোষণা করেন কোচ পিটার বাটলার। যেখানে জায়গা হয়নি কোচ বিদ্রোহের ডাক দেয়া ১৮ সিনিয়র ফুটবলারের। তবে ডাক পেয়েছেন একঝাঁক নতুন ফুটবলার।

বিজ্ঞাপন

গত সাফজয়ী স্কোয়াডের মধ্য থেকে আছেন আটজন, আর প্রথমবার ডাক পেয়েছেন আরও আটজন। অনেকেরই এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি, তবে বয়সভিত্তিক ফুটবলের শীর্ষ পর্যায়ে খেলেছেন তাদের অনেকেই।

আগামীকালের ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের চার মাসের বিরতি। সর্বশেষ গত বছরের অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর আর খেলা হয়নি কোনো আন্তর্জাতিক ফুটবলে।

সারাবাংলা/জেটি

আফঈদা খন্দকার পিটার বাটলার বাফুফে বাংলাদেশ নারী ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর