Wednesday 19 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাকে ৬ ওভারেই হারাল বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২০:৫৯

শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে স্রেফ উড়ে গেল ঢাকা ক্যাপিটালস। আগে ব্যাটিং করে মাত্র ৭৩ রানে গুটিয়ে গেছে ঢাকা। পরে ৬.৩ওভারেই ৯ উইকেটে ম্যাচ জিতেছে বরিশাল।

বলের হিসেবে বিপিএল ইতিহাসে সবচেয়ে কম বল খেলে জয়ের রেকর্ড এটা। ৮১ বল হাতে রেখে আজ ম্যাচ জিতে নিয়েছে বরিশাল। আগের রেকর্ডটা ছিল ঢাকা ডায়নামাইটসের দখলে। ২০১৭ সালের বিপিএলে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৭৩ বল হাতে রেখে জিতেছিল ঢাকা ডায়নামাইটস।

বিজ্ঞাপন

আগেই একাদশ বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে বরিশাল। অপরদিকে ঢাকার প্লে-অফের সমীকরণ আগেই কার্যত শেষ হয়ে গিয়েছিল। আজকের এমন হারে বিদায় নিশ্চিত হয়ে গেল শাকিব খানের দলের।

বুধবার (২৯ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৭৩ রানের জবাব দিতে নেমে ঢাকার বোলিংকে পাত্তাই দেয়নি বরিশালের টপ অর্ডার। বড় ইনিংস খেলতে না পারলেও যতক্ষণ ক্রিজে ছিলেন ঢাকার বোলারদের নাচিয়েছেন তাওহিদ হৃদয়। বরিশালের ওপেনার ৯ বলে ২ ছয়ে ১৫ রান করে ফিরেছেন।

এরপর আর উইকেট হারায়নি বরিশাল। তিনে নেমে ডেভিড মালান রীতিমতো ঝড় তুলেছিলেন ব্যাটে। ১৬ বলে ৫টি চার ২টি ছয়ে ৩৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বরিশালের অপর ওপেনার তামিম ইকবাল ১৪ বলে ৪টি চারে ২১ রানে অপরাজিত ছিলেন।

এর আগে বরিশালের বোলারদের বিপক্ষে রীতিমতো ‘আত্মহুতি’ দিয়েছেন ঢাকার একের পর এক ব্যাটার। ঢাকার হয়ে শুরুটা ইতিবাচকই করেছিলেন লিটন দাস। বরিশালের পেসার ইবাদত হোসেনকে প্রথম ওভারে দুই চার হাঁকিয়েছিলেন লিটন। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে যেভাবে আউট হলেন সেটা রীতিমতো আশ্চর্য! তানভির ইসলামের নির্বিষ স্পিনে সরাসরি বোল্ড হয়েছেন লিটন।

বিজ্ঞাপন

লিটন যেভাবে আউট হয়েছেন ঢাকার ইনিংসটাও এগিয়েছে সেভাবেই। দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটার। তার মধ্যে ১১ বলে ১৫ রান করা থিসারা পেরেরা সর্বোচ্চ স্কোরার।

১৫.৩ ‍ওভারে ৭৩ রানে গুটিয়ে গেছে ঢাকা। বরিশালের হয়ে মোহাম্মদ নাবি, তানভির হাসান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নিয়েছেন। তানভির ২ ওভার বোলিং করে মাত্র ২ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট। মোহাম্মদ নবি ৪ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়েছেন। আর ফাহিম আশরাফ ২.৩ ওভারে ১৫ রানে নিয়েছেন তিন উইকেট।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

বুবলীকে বই উৎসর্গ করলেন শিমুল খান
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩০

আরো

সম্পর্কিত খবর