টানা পাঁচ জয়ে যৌথভাবে শীর্ষে বরিশাল, শঙ্কায় খুলনার প্লে-অফ
২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ২১:৩০
একাদশ বিপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল খুলনা টাইগার্সের জন্য। ফরচুন বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৮৭ রানের বড় স্কোরও গড়েছিল খুলনা। তবে বরিশালের মতো ব্যাটিং শক্তিশালী দলের বিপক্ষে এই স্কোরও নিরাপদ হলো না! ডেভিড মালানের দারুণ শুরুর পর মাঝের ওভাগুলোতে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। শেষ দিকে ঝড় তুলেছিলেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবি। সব মিলিয়ে বড় স্কোর টপকে ৫ উইকেটের জয় পেয়েছে বরিশাল।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল বরিশাল। যাতে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে তামিম ইকবালরা। ১০ ম্যাচের ৮টিতে জিতে বরিশালের পয়েন্ট ১৬। ১০ ম্যাচের ৮টিতে জিতে রংপুর রাইডার্সের পয়েন্টও ১৬। তবে রান রেটে এগিয়ে থাকার কারণে রংপুর এক নম্বরে আর বরিশাল দুইয়ে।
অপর দিকে প্লে-অফের সমীকরণ দুরুহ হয়ে পড়ল খুলনা টাইগার্সের। ১০ ম্যাচের মাত্র ৪টিতে জেতা খুলনা ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।
সোমবার (২৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮৭ রানের জবাব দিতে নেমে বরিশালের হয়ে আজও রান পাননি তাওহিদ হৃদয়। ওপেনিংয়ে নেমে ৭ বলে আউট হয়েছেন ১১ রান করে। তবে দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি গড়েছেন তামিম ইকবাল ও ডেভিড মালান।
এতে মালানেরই বড় অবদান। তামিম স্ট্রাইক রোটেড করার চেষ্টা করে গেছেন। আর ইংলিশ তারকা ব্যাটে ঝড় তুলেছিলেন। দলীয় একশ পেরুনোর পর ২৫ বলে ২৭ রান করে ফিরেছেন। ডেভিড মালান আউট হয়েছেন দলীয় ১২১ রানে। পার্ট টাইম স্পিনার আফিফ হোসেন ধ্রুবর স্পিনে ফেরার আগে ৩৭ বলে ৮টি চার ৩টি ছয়ে ৬৩ রান করেছেন।
মাঝের ওভারগুলোতে দারুণ কার্যকারী ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। মুশফিকের ভুলে রান আউট হওয়ার আগে ১৩ বলে ১ চার ২ ছয়ে ২৪ রান করেছেন মাহমুদউল্লাহ। পরের বলে মুশফিক আউট হয়েছেন ১৭ বলে ২৪ রান করে। তবে পরপর গুরুত্বপূর্ণ দুটা উইকেট পতনের চাপ টেরই পেতে দেননি ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবি।
ষষ্ঠ উইকেট জুটিতে ১৬ বলে ৩৬ রান তোলেন দুজন। ১৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১১৮ রান তুলে ফেলে বরিশাল। খুলনার হয়ে ৩৫ রানে ২ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুতে বরিশালের বোলারদের নাচিয়েছেন খুলনার দুই ওপেনার নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ।
অনিয়মিত ওপেনার মেহেদি হাসান মিরাজ ৫.৩ ওভারে ফিরলে এই জুটি ভাঙে। তার আগে ৪৭ রান তোলেন দুজন। মিরাজ ১৮ বলে ১ চার ৩ ছয়ে ২৯ রান করেন। তিনে নেমে অ্যালেক্স রস ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ২০ রান করে।
নাঈম শেখ ২৭ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫১ রান করে ফিরেছেন। শেষ দিকে রীতিমতো ঝড় তুলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরি কাটিয়ে অনেকদিন পর ক্রিকেট ম্যাচ খেলতে নামা ইবাদত হোসেনের ওপর দিয়ে গেল ঝড়ের বড় অংশরা। ইবাদতের করা শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
সব মিলিয়ে ৪ ওভারে ৪৫ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন ইবাদত। অঙ্কন ১২ বলে ২ চার ৩ ছয়ে ২৭ রানে অপরাজিত থাকেন। ২৭ বলে ৩২ রান করেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া উইলিয়াম বোসিস্তো ১৬ বলে ২০ রান করেছেন।
সারাবাংলা/এসএইচএস