বরিশালকে খুলনার ‘কঠিন চ্যালেঞ্জ’
২৭ জানুয়ারি ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:০৮
একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের সমীকরণে খুলনা টাইগার্সের জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। শক্তিশালী বরিশালের বিপক্ষে আজ হারলে প্লে-অফের দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়বে খুলনা। গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের কাজটা ভালোভাবেই এগিয়ে রাখল খুলনা।
বরিশালের শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৮৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে খুলনা। শুরুতে ঝড় তুলেছিলেন দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও নাঈম শেখ। মাঝে আফিফ হোসেন ধ্রুব ও শেষে মাহিদুল ইসলাম অঙ্কন সেটা অব্যাহত রেখেছিলেন। সব মিলিয়ে বড় স্কোর পেয়েছে খুলনা।
সোমবার (২৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তবে শুরুতে বরিশালের বোলারদের নাচিয়েছেন খুলনার দুই ওপেনার নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ।
অনিয়মিত ওপেনার মেহেদি হাসান মিরাজ ৫.৩ ওভারে ফিরলে এই জুটি ভাঙে। তার আগে ৪৭ রান তোলেন দুজন। মিরাজ ১৮ বলে ১ চার ৩ ছয়ে ২৯ রান করেন। তিনে নেমে অ্যালেক্স রস ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ২০ রান করে।
নাঈম শেখ ২৭ বলে ৫টি চার ৩টি ছয়ে ৫১ রান করে ফিরেছেন। শেষ দিকে রীতিমতো ঝড় তুলেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরি কাটিয়ে অনেকদিন পর ক্রিকেট ম্যাচ খেলতে নামা ইবাদত হোসেনের ওপর দিয়ে গেল ঝড়ের বড় অংশরা। ইবাদতের করা শেষ ওভারে তিন ছক্কা হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
সব মিলিয়ে ৪ ওভারে ৪৫ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন ইবাদত। অঙ্কন ১২ বলে ২ চার ৩ ছয়ে ২৭ রানে অপরাজিত থাকেন। ২৭ বলে ৩২ রান করেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া উইলিয়াম বোসিস্তো ১৬ বলে ২০ রান করেছেন।
সারাবাংলা/এসএইচএস