সাকিবকে টপকে বিপিএলে তাসকিনের রেকর্ড
২৬ জানুয়ারি ২০২৫ ২২:৩৫
বিপিএলের এক মৌসুমে সাকিব আল হাসানের সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড থেকে মাত্র এক ধাপ দূরে ছিলেন তাসকিন আহমেদ। আজ (রবিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে নেমে সেই রেকর্ড তো ছুঁলেনই, নিজেকে নিয়ে গেলে বিপিএলের বোলিং ইতিহাসের চূড়ায়। বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এখন দুর্বার রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদের।
২০১৯ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়ে এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ছিল সাকিবের দখলে। রংপুরের বিপক্ষে দুই রানে জেতা ম্যাচে তাসকিন নেন দুই উইকেট। ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলর তাসকিনের বলে ক্যাচ দেন উইকেট কিপার আকবর আলীর হাতে। এরপর ১৯-তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসান হন এলবিডব্লিউ। এই দুই উইকেট নিয়ে সবাইকে ছাপিয়ে গেছেন তাসকিন।
এক আসরে ২২টি করে উইকেট আছে কেভন কুপার, সাকিব ও মাশরাফি বিন মুর্তজার। ২০১৯ সালে সাকিবের ২৩ উইকেট পাওয়ার আসরে মাশরাফিও নেন ২২ উইকেট। এর আগে ২০১৫ সালে প্রথম এই কীর্তি গড়েন সাবেক উইন্ডিজ পেসার কেভন কুপার। সেই আসরে বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে ২২ উইকেট নেন এই ডানহাতি পেসার।
সারাবাংলা/জেটি