১১৯ রানে থামল ‘জোড়াতালি’ দেওয়া রাজশাহী
২৬ জানুয়ারি ২০২৫ ২০:৩০ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২০:৫০
ম্যাচ শুরুর আগ মুহূর্তে হইহই পড়ে যাওয়ার মতো কাণ্ড শোনা গেল দুর্বার রাজশাহীর বিরুদ্ধে। বারবার সময় নিয়েও পেমেন্ট দিতে না পারার কারণে ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিদেশিদের অনুপস্থিতিতে শুধুমাত্র দেশি ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজিয়ে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে রাজশাহী। তাতে আগে ব্যাটিং করে ১১৯ রানেই থেমেছে দলটি।
শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটা একশ পেরুতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা যাচ্ছিল। শেষ পর্যন্ত একশর ওপারে গেল মূলত স্পিনার সানজামুল ইসলামের কল্যাণে। নয় নম্বরে নেমে ২৮ রান করেছেন সানজামুল। রাজশাহীর হয়ে আজ এটাই সর্বোচ্চ স্কোর।
রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ওপেনার জিসান আলম ও সাব্বির হোসেনকে শুরুতেই হারিয়েছে রাজশাহী। তিনে নেমে রান পাননি এনামুল হক বিজয়ও (১৬ বলে ১৩ রান)। চারে নামানো হয়েছিল পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
ব্যাটিং অর্ডার উন্নতি করে নামা মৃত্যুঞ্জয় ইনিংস বড় করতে পারেননি। ১০ বলে ১০ রান করে ফিরেছেন। রাজশাহীর মিডল অর্ডার রীতিমতো ধসে পড়েছে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে। ইয়াছির আলি রাব্বি, মেহরাবরা দাঁড়াতেই পারেননি।
৫৬ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। সেখান থেকে আকবর আলি ও স্পিনার সানজামুল ইসলাম রাজশাহীকে কোনো মতে একশর ওপারে নিয়েছেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রানে গুটিয়ে গেছে রাজাশাহী। ২১ বলে ১৯ করেছেন আকবর। ২৮ রান করেছেন সানজামুল। শেষ দিকে ৮ বলে ১৩ রান করেছেন তাসকিন আহমেদ।
সারাবাংলা/এসএইচএস