বিদেশিহীন রাজশাহী একাদশ, বিপিএলের নিয়ম কী বলে?
২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৫১
পারিশ্রমিক ইস্যুতে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। এজন্য বিপিএলের প্লেইং কন্ডিশনের নিয়ম ভেঙে কেবল স্থানীয় ক্রিকেটারদের নিয়ে রাজশাহীকে খেলার অনুমতি দিয়েছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। নজিরবিহীন এই ঘটনার ব্যাখাও দিয়েছে বিসিবি। রাজশাহীর অনুরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিপিএলের টেকনিক্যাল কমিটি। কিন্তু একাদশ সাজানোর ব্যাপারে বিপিএলের নিয়ম কী বলছে?
বিপিএলের গঠনতন্ত্রে বলা আছে, একাদশে অন্তত দুইজন বিদেশি থাকতেই হবে একটি দলের, ‘বিপিএলের নবম, দশম ও একাদশতম আসরের যেকোনো ম্যাচে কোনো ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে দুইজন অথবা সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে নামতে হবে।’
আজ সন্ধ্যায় বিসিবির মিডিয়া বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশিদের না পেয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির কাছে শুধুমাত্র দেশিদের নিয়ে একাদশ সাজানোর অনুমতি চায় রাজশাহী। বিশেষ ব্যবস্থায় বিপিএলের ম্যাচ কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী রাজশাহীকে সেই অনুমতি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।
এ নিয়ে বিসিবির মিডিয়া বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’
সারাবাংলা/জেটি