Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ফিফটিতে সিলেটকে হেসেখেলে হারাল বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩১ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২১:১৩

ফাহিম আশরাফ, মোহাম্মদ নবিদের দুর্দান্ত বোলিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১১৬ রানেই আটকে রেখেছিল ফরচুন বরিশাল। পরে শুরুটা ভালো না হলেও তামিম ইকবাল ও মুশফিকুর রহিম করলেন হিসেবি ব্যাটিং। দুই মিলিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা সিলেট স্ট্রাইকার্সকে হেসেখেলে হারার ফরচুন বরিশাল।

একাদশ বিপিএলের ৩৩তম ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে বরিশাল। ১৬ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে তামিম ইকবালের দল। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা আরও সু-সংহত হলো বরিশালের। ৯ ম্যাচের ৭টিতে জয় পাওয়া বরিশালের পয়েন্ট এখন ১৪। আর ৯ ম্যাচের ৮টিতে জিতে রংপুর রাইডার্স আছে টেবিলের এক নম্বরে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মামুলি টার্গেটের জবাব দিতে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। লক্ষ্য ছোট বলে শুরু থেকেই দেখেশুনে খেলতে চেয়েছেন বরিশালের ব্যাটাররা। কিন্তু তবুও রান পাননি তাওহিদ হৃদয় ও ডেভিড মালান।

ওপেনিংয়ে নামা হৃদয় ৭ বলে ৬ রান করে ফিরেছেন ইনিংসের তৃতীয় ওভারে। তিনে নেমে ৮ বলে ৯ রান করা ডেভিড মালান ফিরেছেন পাওয়ার প্লের শেষ ওভারে। তবে এরপর বরিশালকে আর বিপদে পড়তে দেননি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

অভিজ্ঞ দুই ক্রিকেটার সাবধানী ব্যাটিংয়ে বরিশালকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। তৃতীয় উইকেট জুটিতে ৬০ বলে  অপরাজিত ৮১ রান তোলেন দুজন। তামিম ফিফটি পেয়েছেন। চার হাঁকিয়ে দলের জয় ও নিজের ফিফটি পূর্ণ করা তামিম অপরাজিত ছিলেন ৫১ বলে ৬ চারে ৫২ রান করে। আর মুশফিকুর রহিম অপরাজিত ৩০ বলে ৪টি চার ১টি ছয়ে ৪২ রান করে।

১৬ ওভারে ২  উইকেট হারিয়ে জয়ের জন্য ১২০ রান তুলে ফেলে বরিশাল। সিলেটের হয়ে নাহিদুল ইসলাম ও সুমন খান একটি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে বরিশালের বোলাররা নাচানিচুবানি খাইয়েছেন সিলেটের ব্যাটারদের। বিশেষ করে পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ।

টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটা এই সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি। পাওয়ার প্লেতেই বিপদে পরেছে সিলেট।

ইনিংসের দ্বিতীয় ওভারে জর্জ মানজিকে ফেরান মোহাম্মদ নবি। পরের ওভারে জাকির হাসানকে ফেরান ফাহিম আশরাফ। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও জাড়া আঘাত পাকিস্তানি অলরাউন্ডারের। যাতে পাওয়ার প্লে শেষে সিলেটের স্কোর ৪/৩৪। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সিলেট।

পাকিস্তানের আহসান ভাট্টি ও জাকের আলি অনিক মাঝের ওভারগুলোতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ২৯ বলে ২৮ রান করে নবীর দ্বিতীয় শিকার হয়েছেন আহসান। জাকের আলি অনিক ১৯ বলে ৩টি চার ১টি ছয়ে ২৪ রান করে ফিরেছেন জেমস ফুলারের বলে।

জেমস ফুলার বরিশালের হয়ে মাঝের ওভাগুলোতে দারুণ বোলিং করেছেন। ১৮.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে সিলেট। আহসান ভাট্টি, জাকের আলি অনিক ছাড়া সিলেটের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন অধিনায়ক আরিফুল হক (১২) ও পেসার তানজিদ হাসান সাকিব (১২)।

বরিশালের হয়ে ফাহিম আশরাফ ৩.১ ওভারে মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন জেমস ফুলার ও মোহাম্মদ নবির। অপর উইকেটটি রিশাদ হোসেনের।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর