Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তলানিতে থাকা সিলেটকে অল্পতেই আটকে রাখল বরিশাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৫:০৬ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫

প্রথম তিন ওভারের মধ্যেই সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনারকে ফেরত পাঠিয়েছে ফরচুন বরিশাল। পাওয়ার প্লেতে সিলেট উইকেট হারিয়েছে মোট ৪টা। এই ধাক্কা পরেও কাটিয়ে উঠতে পারেনি একাদশ বিপিএলের পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটা।

ফরচুন বরিশালের বিপক্ষে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৬ রানেই গুটিয়ে গেছে সিলেট। পাকিস্তানের আহসান ভাট্টি ২৮ রান করে সিলেটের পক্ষে সর্বোচ্চ স্কোরার। বরিশালের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। মাত্র ৭ ওভারে ৫ উইকেট নিয়েছেন ফাহিম।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা দলটা এই সিদ্ধান্ত কাজে লাগাতে পারেনি। পাওয়ার প্লেতেই বিপদে পরেছে সিলেট।

ইনিংসের দ্বিতীয় ওভারে জর্জ মানজিকে ফেরান মোহাম্মদ নবি। পরের ওভারে জাকির হাসানকে ফেরান ফাহিম আশরাফ। পাওয়ার প্লের শেষ ওভারে আবারও জাড়া আঘাত পাকিস্তানি অলরাউন্ডারের। যাতে পাওয়ার প্লে শেষে সিলেটের স্কোর ৪/৩৪। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি সিলেট।

পাকিস্তানের আহসান ভাট্টি ও জাকের আলি অনিক মাঝের ওভারগুলোতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ২৯ বলে ২৮ রান করে নবীর দ্বিতীয় শিকার হয়েছেন আহসান। জাকের আলি অনিক ১৯ বলে ৩টি চার ১টি ছয়ে ২৪ রান করে ফিরেছেন জেমস ফুলারের বলে।

জেমস ফুলার বরিশালের হয়ে মাঝের ওভাগুলোতে দারুণ বোলিং করেছেন। ১৮.১ ওভারে ১১৬ রানে গুটিয়ে গেছে সিলেট। আহসান ভাট্টি, জাকের আলি অনিক ছাড়া সিলেটের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন অধিনায়ক আরিফুল হক (১২) ও পেসার তানজিদ হাসান সাকিব (১২)।

বিজ্ঞাপন

বরিশালের হয়ে ফাহিম আশরাফ ৩.১ ওভারে মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন জেমস ফুলার ও মোহাম্মদ নবির। অপর উইকেটটি রিশাদ হোসেনের।

সারাবাংলা/এসএইচএস

ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত
২৭ জানুয়ারি ২০২৫ ১১:২৭

আরো

সম্পর্কিত খবর