ক্রিকেট খেলেই আমরা সংসার চালাই— বিসিবি সভাপতিকে বলে এলেন ক্রিকেটাররা
২৩ জানুয়ারি ২০২৫ ২২:১৪ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২২:১৬
ঢাকার ক্লাবগুলো ‘ধর্মঘটে’র ডাক দেওয়াতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনায় ঢাকার ক্লাবগুলো কর্তৃত্ব কমানোর সুপারিশ করা হয়েছে। এই প্রতিবাদে ক্লাব ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে ঢাকার ক্লাবগুলো। এদিকে, চলতি অচলাবস্থা মেটানোর দাবিতে বিসিবির শরণাপন্ন হয়েছেন প্রথম বিভাগের ক্রিকেটাররা।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিসিবি কার্যালয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছেন প্রথম বিভাগ ক্রিকেট খেলা ক্লাবগুলো ২০ জন অধিনায়ক। বৈঠকে দ্রুত প্রথম বিভাগ লিগ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি কার্যালয়ে ফারুক আহমেদের সঙ্গে প্রায় ৩০ মিনিট কথা বলেছেন ক্রিকেটাররা। বৈঠক শেষে খেলাঘর সমাজ কল্যাণ ক্লাবের অধিনায়ক আসাদুজ্জামান প্রিন্স বলেছেন, জানুয়ারির মধ্যে লিগ শুরুর আশ্বাস দিয়েছেন বিসিবি সভাপতি।
বৈঠক শেষে আসাদুজ্জামান প্রিন্স গণমাধ্যমকে বলেছেন, ‘অনেকক্ষণ কথা হলো। উনি আমাদের একটা জিনিস নিশ্চিত করেছেন কোনো সন্দেহ নেই, লিগ হবেই। তোমরা লিগ পাবা। হয়তো তারিখ ১৯-২০ হচ্ছে। কিন্তু উনার কথা হচ্ছে এ মাসের মধ্যেই প্রথম বিভাগ ক্রিকেট লিগ হবে।’
বিসিবির গঠনতন্ত্র সংশোধীর প্রস্তাবনা নিয়ে ক্লাবগুলো জটিলতা তৈরি করলে সেটা সুরহায় আগামী ২৫ জানুয়ারি জরুরি বৈঠক ডেকেছে বিসিবি। সে পর্যন্ত ক্রিকেটারদের অপেক্ষা করার বার্তা দিয়েছেন বোর্ড প্রধান ফারুক আহমেদ।
আসাদুজ্জামান প্রিন্স বলেন, ‘স্যার আমাদের ইনফর্ম করছেন, এজ আর্লি এজ পসিবল উনি করবেন। ২৫ তারিখ একটা মিটিং আছে উনাদের, ওটা বা ২৬ তারিখের ভেতর আমাদের একটা ডেট দিয়ে দিবেন, কবে নাগাদ হবে। প্রেসিডেন্ট আমাদের আশ্বস্ত করেছেন কোনো সমস্যা নেই, লিগ ঠিক সময়েই হবে।’
‘উনি আমাদের যে হাস্যোজ্জ্বলভাবে নিয়েছেন, আমরা ২০ মিনিটের মতো উনার সঙ্গে কথা বলেছি। আমরা খুব খুশি উনার রোমাঞ্চ দেখে। উনি আমাদের কথা দিয়েছেন, কোনো মিস হবে না ঢাকা লিগের। আশা করি তোমাদের এই লিগ অবশ্য অবশ্য মাঠে গড়াবে, তোমরা আমাদের ২টা দিন সময় দাও। মিটিংয়ের পর একটা ডেট আমাদের জানিয়ে দেবেন’- যোগ করেন আসাদুজ্জামান।
বহু ক্রিকেটার প্রথম বিভাগ ক্রিকেট লিগের জন্যই সারা বছর অপেক্ষা করে বলেছেন আসাদুজ্জামান। এই লিগ খেলেই অনেককে সংসার চালাতে হয়, বিসিবি সভাপতিকে এমন কথা বলে এসেছেন ক্রিকেটাররা।
আসাদুজ্জামান বলেন, ‘এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাব এবং বোর্ডের মধ্যে কোনো একটা সমস্যা চলছিল, বিশেষ করে ক্লাবরাও চাচ্ছিল খেলবে না বা কোনো একটা আল্টিমেটাম বোর্ডকে দিয়েছিল। এটা নিয়ে হয়তোবা কোনো দ্বিধাদ্বন্দ্ব উনাদের ভেতর চলছিল। যেহেতু আমাদের লিগ, আমাদের সংসার চলাতে হয়, ৭-৯ মাস অপেক্ষা করি শুধু প্রথম বিভাগ ক্রিকেটের জন্য। এই পারিশ্রমিক দিয়ে আমরা আমাদের সংসার চালাই। যে কারণে ২০ দলের সিনিয়র ক্রিকেটার আমরা এ মুহূর্তে আপানাদের সামনে। কারণ একটাই, আমাদের লিগ কবে প্রেসিডেন্ট শুরু করবেন, সেটা জানার জন্য।’
সারাবাংলা/এসএইচএস