Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রামের পিচ ঢাকা-সিলেটের মতো ভালো নয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ২১:২৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ২১:২৮

প্রথম ম্যাচে হেরেছে সোহানের দল

একাদশ বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হতে যাচ্ছে আজ। এর আগে ঢাকা ও সিলেটে হয়েছে বিপিএল। ঢাকার প্রথম পর্ব ও সিলেটের ম্যাচগুলোতে দেদাড়ছে রান উঠেছে। নিয়মিত দুইশ পেরুনো ইনিংস দেখা গেছে। সে তুলনায় চট্টগ্রামে অতোটা রান উৎসব দেখা যায়নি। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন, চট্টগ্রামের পিচ ঢাকা-সিলেটের মতো অতোটা ভালো নয়।

টানা ৮ ম্যাচ জেতার পর আজ নিজেদের নবম ম্যাচে গিয়ে হেরেছে রংপুর। দুর্বার রাজশাহীর বিপক্ষে আজ ২৪ রানে হেরেছে রংপুর। ম্যাচ হারের পর উড়তে থাকা রংপুরের অধিনায়ক বিষয়টিকে ‘এলার্মিং’ বলেছেন। সঙ্গে চট্টগ্রামের পিচ নিয়েও খানিক সমালোচনা করে গেলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘মিরপুর বা সিলেটের উইকেট চট্টগ্রামের চেয়ে ভালো ছিল। এ কারণেই হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এখানেও উইকেট অবশ্য খারাপ না।’

ঢাকা ও সিলেট পর্বে মাঠের বাউন্ডারি কমানো নিয়ে বাড়তি আলোচনা হয়েছে। বিশেষ করে সিলেটে বাউন্ডারি ছোট করা নিয়ে নানান কথা উঠেছে। বড় রানের ম্যাচ হোক, সেই চাওয়াতেই বাউন্ডারি ছোট করা। চট্টগ্রামে অবশ্য স্বাভাবিক বাউন্ডারিতেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোহান মনে করছেন, ম্যাচের বাউন্ডারি স্বাভাবিক নিয়মে থাকাই ভালো।

রংপুর রাইডার্স অধিনায়ক বলেন, ‘যে বাউন্ডারির মাপ স্ট্যান্ডার্ড ওটাই থাকা উচিৎ। যেহেতু টি-টোয়েন্টি ম্যাচ, হাই স্কোরিং ম্যাচ হচ্ছে, আউট হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এটাই স্বাভাবিক।’

এবারের বিপিএলে রংপুরের হয়ে সোহানের নেতৃত্ব বারবার প্রসংশিত হচ্ছে। ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে আছেন রংপুর অধিনায়ক। খুব বেশি রান অবশ্য করতে পারেননি। তবে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করে দলের স্কোরটাকে শক্ত একটা জায়গায় নিয়ে যাচ্ছেন নিয়মিত। এখন পর্যন্ত ৬ ইনিংস ব্যাটিং করে ১৪৮ রান করেছেন সোহান। ১৮৭.৩৪ স্ট্রাইকরেটে এই রান করেছেন সোহান।

বিজ্ঞাপন

এই ভূমিকা পুরো টুর্নামেন্ট জুড়ে অব্যাহত রাখায় মনোযোগ সোহান। বলেছেন, ‘সবসময় দলের জন্য কন্ট্রিবিউট করতে চাই। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। চেষ্টা করব পুরো টুর্নামেন্ট জুড়েই যেন করতে পারি। বেশি রান করার চেয়ে দলের জন্য কোন রান কাজে লাগছে, জয়ে কাজে লাগছে এটা বেশি জরুরী। ভবিষ্যতে আরও উন্নতি করে আরও ভালো করার চেষ্টা করব।’

সারাবাংলা/এসএইচএস

নুরুল হাসান সোহান বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর