Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্সির ঝড়ের পরও কোনোরকমে দেড়শ পেরিয়ে সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২৩ জানুয়ারি ২০২৫ ২০:১৮

৩২ বলে ৫৮ রান করেছেন জর্জ মান্সি

প্রথম ওভারেই মেহেদী হাসান মিরাজের সাফল্য। রানের খাতা খোলার আগেই পয়েন্টে ক্যাচ দিয়ে আউট রনি তালুকদার। এরপর আরেক ওপেনার জর্জ মান্সির ঝড়। মিরাজ আর হাসানের দুই ওভারে ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই দলের রান নিয়ে যান ৫৮-তে। বড় সংগ্রহের এই  ভিত পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সিলেটের স্ট্রাইকার্সের ব্যাটাররা। শেষ ওভারে সুমন খানের এক ছক্কায় দেড়শ পেরিয়েছে সংগ্রহ। খুলনা টাইগার্সের বিপক্ষে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রানে তুলেছে সিলেট।

বিজ্ঞাপন

শুরুতেই সাফল্য পাওয়া মিরাজের পরের ওভারেই স্টিম রোলার চালিয়েছেন মান্সি। পঞ্চম ওভারের প্রথম বল ডট গেলেও পরের চার বলে মান্সি মেরেছেন চারটি বাউন্ডারি। ওভার শেষ করেছেন ছক্কা মেরে। সেই চারটি বাউন্ডারির তিনটিই মান্সি মেরেছেন রিভার্স সুইপে। পাওয়ারপ্লের শেষ ওভারে হাসানকেও পিটিয়েছেন এই বাঁহাতি ব্যাটার, দুই চার এক ছক্কায় তুলেছেন ১৬ রান। তাণ্ডুবে ব্যাটিংয়ে ২৮ বলে ফিফটি ছোঁয়া এই বাঁহাতি ওপেনার বোল্ড হয়েছেন আবু হায়দার রনির বলে।

বিজ্ঞাপন

এক বল আগেই অবশ্য একটা ছক্কা হজম করেছিলেন রনি, তবে এক বলের ব্যবধানে দারুণ এক ব্যাক হ্যান্ড স্লোয়ারে নেন প্রতিশোধ। আউট হওয়ার আগে জাকির হাসানের সাথে দ্বিতীয় উইকেটে গড়েন ৭৪ রানের জুটি, যেখানে মান্সির অবদানই বেশি। ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলা জাকিরও বোল্ড রনির বলেই।

ফিনিশার রোলে নামা জাকের আলী অনিকও আজ ব্যর্থ। আমের জামালের বলে মিড উইকেটে বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয় দারুণ এক ক্যাচে ফিরিয়েছেন তাকে। অধিনায়ক আরিফুল ইসলাম এলবিডব্লিউ ব্যক্তিগত এক রানের মাথায়। শেষ ছয় ব্যাটারের পাঁচজনই থেমেছেন সিঙ্গেল ডিজিটে।

সালমান ইরশাদ ,আবু হায়দার রনি ও হাসান মাহমুদ; তিনজনই নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ।

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স বিপিএল ২০২৫ সিলেট স্ট্রাইকার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর