Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পারিশ্রমিক নিয়ে কথা বলতে নয়, ক্রিকেট খেলতে এসেছি’

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২৩ জানুয়ারি ২০২৫ ১৯:৩৩

চার উইকেট নিয়ে ম্যাচ সেরা রায়ান বার্ল। ছবি: শ্যামল নন্দী

বিপিএলের সিলেট পর্ব থেকে আলোচনার শুরু। টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের ৫০% পরিশোধের নিয়ম থাকলেও, তখনও সেটা ক্রিকেটারদের পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। সিলেট ঘুরে আজ বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষদিন। তবুও অমীমাংসিত থেকে গেছে দলটির পারিশ্রমিক ইস্যু। এর মধ্যে ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচ না খেলার হুমকি, ২৫% পারিশ্রমিকের চেক বাউন্সের ব্যাপার তো আছেই। 

এসব টানাপোড়েনের মাঝেই আজ (বৃহস্পতিবার) রংপুর রাইডার্সকে  ২৪ রানে হারিয়েছে রাজশাহী। আসরের সবচেয়ে শক্তিশালী দলকে হারানোর ম্যাচে বল হাতে রাজশাহীর নায়ক রায়ান বার্ল। চার ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনেও আসেন এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার। স্বাভাবিকভাবেই প্রশ্ন গেল তার দিকে পারিশ্রমিক পাওয়া, না পাওয়া নিয়ে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের শক্তিশালী দলকে হারিয়ে বার্ল অবশ্য পারিশ্রমিকের ব্যাপারে কিছুই বলতে চাইলেন না। সোজাসাপ্টা জবাবে জানিয়ে দিলেন, এসব তার কাজ নয়। বার্ল বলেন, ‘আমি আসলে এসব সামলাই না। আমাদের এজেন্ট আছে, তারাই সেসব দেখে। আমি এখানে কেবল ক্রিকেট খেলতেই এসেছি।’

সারাবাংলা/জেটি

তখনও সেটা ক্রিকেটারদের পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। সিলেট ঘুরে আজ বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষদিন। তবুও অমীমাংসিত থেকে গেছে দলটির পারিশ্রমিক ইস্যু। এর মধ্যে ক্রিকেটারদের অনুশীলন বর্জন দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ বিপিএলের সিলেট পর্ব থেকে আলোচনার শুরু। টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের ৫০% পরিশোধের নিয়ম থাকলেও ম্যাচ না খেলার হুমকি রংপুর রাইডার্স রায়ান বার্ল

বিজ্ঞাপন

খুলনায় যুবক গুলিবিদ্ধ
২৩ জানুয়ারি ২০২৫ ২৩:০২

আরো

সম্পর্কিত খবর