রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭
টানা আট ম্যাচ জিতে অঘোষিতভাবে প্লে অফ নিশ্চিত করা রংপুর রাইডার্স যেন হারতেই ভুলে গিয়েছিল। উড়তে থাকা দলটাকে ভুলে যাওয়া সেই তেঁতো স্বাদ দিল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল-অস্থির রাজশাহী দলটা মাঠ ছাড়ল হাসি মুখে। শেষ উইকেট হিসেবে তাসকিনের বলে নাহিদ রানা বোল্ড হওয়ার পর নিশ্চিত হয় ২৪ রানের জয়। তবে বল হাতে আজ রাজশাহীর নায়ক রায়ান বার্ল। চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। তার স্পিন জাদুতে ১৭১ রানের লক্ষ্যে খেলতে নামা রংপুর নিজেদের নবম ম্যাচে অলআউট হয়েছে ১৪৬ রানে।
ব্যাটিং ব্যর্থতার দিনে অধিনায়ক নুরুল হাসান সোহানের ২৬ বলে ৪১* রানের ইনিংসটা শেষ পর্যন্ত কাজে এলো না রংপুরের। উইকেটে এসেছিলেন দল ৫৫ রানে চার উইকেট হারানোর পর। এরপর চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু আজ দিনটা ছিল রাজশাহীর। আরও স্পষ্ট করে বললে বার্লের। চারটা উইকেট তো নিয়েছেনই, ধরেছেন রংপুরের শেষদিকের ভরসা হয়ে ওঠার ইশারা দেয়া সোহান-মাহেদীর জুটি। ১৩-তম ওভারে মাহেদীর ব্যাট থেকে ছুটে আসা ফিরতি ক্যাচটা প্রথম চেষ্টায় হাতে রাখতে পারেননি, তবে ঠিকই পেছন ফিরে ধরে ফেলেন। সেখানেই শেষ আশাটুকু উবে যায় রংপুরের।
এর আগে ১৫ রানেই তিন উইকেট হারায় রংপুর। মৌসুমে প্রথমবার সুযোগ পাওয়া ইরফান শুক্কুর বোল্ড তাসকিন আহমেদের দারুণ এক ইনসুইংগারে। স্টিভেন টেইলরেরও একই পরিণতি এম এম মেহেরব হোসেনের বলে। সেই ওভারেই পরের বলেই ডিপ মিড উইকেটে তুলে মারতে গিয়ে গোল্ডেন ডাকে ফিরলেন ইফতিখার আহমেদ। দলের এই ঘোর বিপদে ৪০ রানের জুটিতে কিছুটা স্বস্তি ফেরান সাইফ হাসান-খুশদিল শাহ। অবশ্য জমে ওঠা এই জুটিতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই দশম ওভারে সাব্বির হোসেনের ধাক্কা। স্কয়ার লেগে পুল করতে গিয়ে ইয়াসিরের হাতে ধরা খুশদিল।
সেই ওভারেই সাব্বিরকে টানা দুই ছক্কা মারা সাইফ উইকেট দিয়েছেন শফিউল ইসলামের বাউন্সারে পুল-স্ল্যাপ ধরনের শট খেলতে গিয়ে। উড়ে যাওয়া সেই বল তৃতীয়বারের মতো তালুবন্দী ইয়াসিরের। ২৯ বলে ৪৩ রান করেন এই ডানহাতি ব্যাটার। এরপর ছয়ে নেমে সোহানের পাল্টা আক্রমণে রংপুর ম্যাচে টিকে থাকলেও শেষের সমীকরণ মিলেনি। ব্যাটিং ব্যর্থতার
এর আগে ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের ঝড়ো ৩৯ রানের সাথে ইয়াসির আলী রাব্বির ৩২ বলে ৬০ রানের ইনিংসে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল রাজশাহী। ইয়াসিরের সাথে বিজয়ের ৫০ বলে ৭৬ রানের জুটিটাও ছিল ইনিংসের মোড় ঘোরানো। তবে শেষদিকে ব্যাটিং ব্যর্থতায় সুযোগ থাকার পরেও স্কোর বড় করতে পারেনি দলটা। শেষ চার ওভারে তুলেছে মাত্র ১৭ রান তাও পাঁচ উইকেট হারিয়ে।
আজও ব্যর্থ ওপেনার মোহাম্মদ হারিস। আউট হয়েছেন ১৯ রানে। তবে জিশান আলমের জায়গায় একাদশে আসা সাব্বির হোসেন আজ ঝলক দেখিয়েছেন। তিন ছক্কা আর চারটি চারে তার ১৯ বলে ৩৯ রানের ইনিংসে পাওয়ারপ্লেতেই এগিয়ে ছিল দল। যদিও খুশদিলের বলে তুলে মারতে সাইফউদ্দিনের হাতে ক্যাচ দিয়ে থামতে হয় তাকে। সেই ওভারে খুশদিলের পরের বলেই সুইপ করতে গিয়ে ফাইন লেগে আকিফ জাভেদের হাতে ক্যাচ দেন বার্ল।
হ্যাটট্রিক বল খেলতে আসা ইয়াসির অবশ্য উইকেট দেননি। বরং দলের বিপর্যয়ে খেলেছেন মারদাঙ্গা এক ইনিংস। ছয়টা ছক্কা আর দুই চারে ৩২ বলে ৬০ রান এই ডানহাতি ব্যাটারের। হ্যাটট্রিক বল ঠেকিয়ে দিলেও শেষ পর্যন্ত খুশদিলের বলেই আউট হয়েছেন ইয়াসির, বাঁহাতি এই স্পিনারের তৃতীয় শিকার তিনি।
মূলত তিনটা ইনিংসই আজ রাজশাহীর লড়াইয়ের রসদ এনেছে। শেষ ছয় ব্যাটারের সবাই আটকে ছিলেন সিংগেল ডিজিটে। খুশদিল ও আফিক দুজনেই নেন তিনটি করে উইকেট।
সারাবাংলা/জেটি
তাসকিন আহমেদ দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স রায়ান বার্ল