Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অদ্ভুত ব্যাটিং ধ্বস রাজশাহীর, রংপুরের লক্ষ্য ১৭১

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২৩ জানুয়ারি ২০২৫ ১৫:১৯

৩২ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন ইয়াসির আলী। ছবি: শ্যামল নন্দী

১৫.৫ ওভারে দুর্বার রাজশাহীর স্কোরকার্ড ছিল ৪ উইকেটে ১৫২। বড় স্কোর করার সকল সম্ভাবনাই ছিল মাঠের বাইরে বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে দিয়ে যেতে থাকা দলটার। কিন্তু এমন দারুণ অবস্থানে থাকার পরেও যেতে পারল ৯ উইকেট ১৭০ পর্যন্ত। মজার ব্যাপার হচ্ছে, মাত্র ১৩ রানের মধ্যে হারিয়েছে শেষ পাঁচ উইকেট। আর শেষ চার ওভারের হিসেব করলে রান উঠেছে মাত্র ১৭।

টসে হেরে ব্যাট করতে নেমে আজও ইনিংস বড় করতে পারেননি ওপেনার মোহাম্মদ হারিস। তবে সাব্বির হোসেন খেলেছেন আজ কার্যকরী ইনিংস। চারটি চার ও তিনটি ছক্কায় মাত্র ১৯ বলে ৩৯! তাকে ফিরিয়েছেন স্পিনার খুশদিল শাহ। পরের বলে রায়ান বার্লের উইকেট নিয়ে জাগয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। হ্যাটট্রিক বল খেলতে আসা ইয়াসির আলীই আজ ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন রাজশাহীকে।

বিজ্ঞাপন

পাঁচ নম্বরে নেমে ৩২ বলে ৬০, যেখানে চারের চেয়ে ছক্কা বেশি; ছয় ছক্কা ও দুই চার। বিজয়ের সাথে গড়েছেন ৫০ বলে ৭৬ রানের জুটি। এখানেই ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের হাতে নেয়ার সুযোগ পায় রাজশাহী। তবে লোয়ার অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেটার সদ্ব্যবহার করতে পারেনি দলটি। বিজয় কাঁটা পড়েছেন দারুণ সময় কাটানো খুশদিলের থ্রোতে। ধরেছেন একটা ক্যাচও। উইকেট নিয়েছেন তিনটি। খুশদিলের মতো ধারাবাহিক পারফর্ম করা রংপুর পেসার আকিফ জাভেদও নিয়েছেন তিন উইকেট।

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

'জানালা বাংলাদেশ'র ২৪ বছর পূর্তি
২৩ জানুয়ারি ২০২৫ ২০:২৯

আরো

সম্পর্কিত খবর