মাহমুদউল্লাহ-রিশাদের পাল্টা জবাবে বরিশালের ১৬৭
২২ জানুয়ারি ২০২৫ ২০:১৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:২৩
প্রথম ওভারেই নেই দুই উইকেট। খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। রিভিউ নেয়ারও প্রয়োজন বোধ করেননি তিনি। পরের বলেই লাইন মিস করে বোল্ড ডাভিড মালান। ১৬ রানের মাথায় রান আউট মুশফিকুর রহিমও। সেই বিপর্যয়ে আরও একবার দলের ত্রাতা মাহমুদউল্লাহ রিয়াদ। তার ফিফটির সাথে রিশাদ হোসেনের অমুল্য ক্যামিওতে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান করেছে বরিশাল।
আজ টপ অর্ডারের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন টেইলএন্ডাররাই। পাল্টা আক্রমণে শেষ চার ওভারে ৪৯ রান তুলেছেন রিশাদ-জাহানদাদ-তানভীররা।
টস হেরে ব্যাট করতে নেমে ৮৭ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা বরিশালকে আজ পথ দেখিয়েছেন মাহমুদউল্লাহ-রিশাদ মিলে। ষষ্ঠ উইকেটে দুজনের ২৮ বলে ৪৭ রানের জুটিটা এসেছে বরিশালের জন্য আশীর্বাদ হয়ে। মাহমুদউল্লাহ একটু দেখেশুনে খেললেও রিশাদ ছিলেন আক্রমণাত্মক মেজাজে। জিয়াউর রহমানকে মেরেছেন টানা তিন চার। ১৮ তম ওভারে এক চারের সাথে ছক্কাও মেরেছেন সেই জিয়াউরকেই। সেই ওভারেই ফিফটি ছোঁয়ার পরের বলে তুলে মারতে গিয়ে লং অনে আমের জামালের হাতে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। ৪৫ বলে ৫০ রান করে ফিরে গেছেন এই ডানহাতি ব্যাটার।
রিশাদ অবশ্য উইকেটে ছিলেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। রান আউট হওয়ার আগে ১৯ বলে ৩৯ রান করেন এই ডানহাতি ব্যাটার। ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।
এর আগে আজ ওপেন করতে নামা তাওহিদ হৃদয়ের সাথে ৪৪ বলে ৪৭ রানের জুটিতে সেই ক্ষতে প্রলেপ দেয়ার চেষ্টা করেছেন মাহমুদউল্লাহ। ৩০ বল খেললেও হৃদয় বেশ ভুগছিলেন ব্যাটে-বলে করতে। মিরাজকে তুলে মারতে গিয়ে নাসুমের হাতে ক্যাচ দেন তিনি। চারটি চার ও এক ছক্কায় ৩৬ রান করেন তিনি।
চার ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের সেরা বোলার মিরাজ। সালমান ইরশাদ নেন দুই উইকেট।
সারাবাংলা/জেটি