Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানজিদের এত ছক্কা মারার রহস্য কী?

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২২ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ছেন তানজিদ তামিম। ছবি: শ্যামল নন্দী

চিটাগং কিংসের বিপক্ষে ৫৪ বলে ৯০* রানের ইনিংসটা আজ তানজিদ তামিম সাজিয়েছিলেন তিনটি চার ও সাতটি বিশাল ছক্কা এই ছক্কা বৃষ্টিতে তানজিদ আজ গড়েছেন বিপিএলের এক মৌসুমে বাংলাদেশি ব্যাটারদের সর্বোচ্চ ২৯ টি ছক্কা মারার রেকর্ড। তানজিদের এত ছক্কা মারার রহস্য কী? 

সংবাদ সম্মেলনে ছক্কা মারার সামর্থ্য নিয়েই প্রশ্ন গেল ম্যাচ সেরা তানজিদের দিকে। সোজাসাপ্টা জবাবে এই বাঁহাতি ওপেনার বললেন, ‘এটার কোনো রহস্য নেই। আমি ন্যাচারালি এভাবেই খেলি। অনুশীলনে চেষ্টা করি নিজের যেটা শক্তির জায়গা সেটা নিয়ে কাজ করার এবং খেলায় যে ভুলগুলো করি সেগুলো নিয়ে কাজ করার। তো এটার কোনো রহস্য নেই আমি আমার স্বাভাবিক খেলা খেলি।’

বিজ্ঞাপন

বিপিএলের এক আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তানজিদের। আজকের সাতটিসহ মোট ২৯টি ছক্কা এসেছে ঢাকা ক্যাপিটালসের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। পেছনে ফেলেছেন তারই অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের সতীর্থ তাওহিদ হৃদয়কে। বিপিএলের গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কা মেরে এই রেকর্ড এতদিন নিজের করে রেখেছিলেন এই ডানহাতি। আজ তাকে টপকে গেলেন তামিম। 

তবে দেশি-বিদেশি মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার কীর্তি ক্রিস গেইলের। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ৪৭ ছক্কা মারেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্যারিবিয়ান ব্যাটার। ২৯ ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে তানজিদ। 

সারাবাংলা/জেটি

ঢাকা ক্যাপিটালস তানজিদ তামিম বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর