ছক্কা বৃষ্টিতে তানজিদের রেকর্ড, সামনে কেবল গেইল
২২ জানুয়ারি ২০২৫ ১৮:২২
৫৪ বলে ৯০* রানের অনবদ্য এক ইনিংসে আজ চিটাগং কিংসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসকে জিতিয়েছেন তানজিদ তামিম। দুর্দান্ত এই ইনিংসে চারের চেয়ে ছক্কা মেরেছেন বেশি;’ তিনটা চার আর সাত ছক্কায়। এই সাত ছক্কার চারটি মেরেছেন লেগ সাইডের স্কয়ার রিজিওনে। বাকি তিনটা লং অন আর লং অফ মিলিয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ছক্কা বৃষ্টিতে বিপিএলের এক রেকর্ড নতুন করে লিখেছেন এই বাঁহাতি ব্যাটার।
বিপিএলের এক আসরে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তানজিদের। আজকের সাতটিসহ মোট ২৯টি ছক্কা এসেছে ঢাকা ক্যাপিটালসের এই বাঁহাতি ওপেনারের ব্যাট থেকে। পেছনে ফেলেছেন তারই অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের সতীর্থ তাওহিদ হৃদয়কে। বিপিএলের গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪ ছক্কা মেরে এই রেকর্ড এতদিন নিজের করে রেখেছিলেন এই ডানহাতি। আজ তাকে টপকে গেলেন তামিম।
তবে দেশি-বিদেশি মিলিয়ে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার কীর্তি ক্রিস গেইলের। ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে ১১ ম্যাচে ৪৭ ছক্কা মারেন ‘ইউনিভার্স বস’ খ্যাত এই ক্যারিবিয়ান ব্যাটার। ২৯ ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে তানজিদ।
চলতি বিপিএলে তানজিদের হাতে বাকি আছে দুই ম্যাচ। বাকি থাকা দুই ম্যাচে গেইলকে টপকে যাওয়ার কাজটা কঠিনই তার জন্য। তবে এসব নিয়ে একদমই ভাবছেন না তিনি। সংবাদ সম্মেলনে এসে বলেন, ‘আমি কখনোই এসবন নিয়ে চিন্তা করিনি। আমাদের সামনে আছে আর দুইটা ম্যাচ, সেগুলোতে কীভাবে ভালোভাবে শেষ করতে পারব সেটাই পরিকল্পনায় রয়েছে, আমরা সবাই সেইভাবেই চিন্তা করছি। যদি এর মধ্যে হয়ে যায় (রেকর্ড) হয়ে যাবে। তবে আমি স্বাভাবিকভাবে যে পরিকল্পনায় খেলি সেভাবেই খেলার চেষ্টা করব।’
সারাবাংলা/জেটি