Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উড়তে থাকা চিটাগংকে অল্পতেই আটকে দিল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৫:৩৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৫:৫২

লড়াইটা পয়েন্ট টেবিলের উপরের দিক থেকে দু্ই নম্বর দলের সঙ্গে নিচের দিক থেকে দুই নম্বর দলের। একাদশ বিপিএলে চিটাগং কিংস উড়ছে, অপর দিকে ঢাকা ক্যাপিটালসের অবস্থা ছন্নছাড়া। তবে আজ দু’দলের লড়াইয়ে বোলিংটা দারুণ হলো ঢাকার।

আগে বোলিং করতে নেমে উড়তে থাকা চিটাগংকে ১৪৮ রানেই আটকে রেখেছে ঢাকা ক্যাপিটালস। চলতি বিপিএলে যেভাবে দেদাড়ছে রান উঠছে তাতে এই রানকে ‘অল্প’ই বলতে হবে!

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা চিটাগংয়ের ব্যাটাররা যেন একসাথে ব্যর্থ হয়েছেন! শুরুটাই হয়েছিল ধীরগতির। নাঈম ইসলাম ও আফগান ক্রিকেটার যুবাইদ আকবার প্রথম উইকেট জুটিতে ৪০ রান তুলতে ব্যাটিং করেছেন ৭ ওভার! যুবাইদ আকবার ১৯ বলে ২৩ রান করে ফিরলে এই জুটি ভাঙে।

চিটাগংয়ের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা গ্রাহাম ক্লার্কও আজ মাঝের ওভারগুলোতে রান ‍তুলতে ব্যর্থ। ফিরেছেন ১৮ বলে ১৯ রান করে। রান বাড়াতে পারেননি পাকিস্তানের হুসাইন তালাত (২ বলে ২ রান), বাংলাদেশি অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারীও (১৬ বলে ১৫ রান)।

হায়দার আলির ১১ বলে ১৬ রানের ও মোহাম্মদ মিঠুনের ৮ বলে ১২ রানের ছোট দুটি ইনিংস দেড়শর কাছাকাছি নিয়ে গেছে চিটাগংকে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানে থেমেছে চিটাগং।

ঢাকার হয়ে আজ সফল বোলার স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। ৩ ওভরে ১৩ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন। নাজমুল ইসলাম ৩ ওভারে ২৭ রান দিয়ে নিয়ছেন ২ উইকেট। মোস্তাফিজুর রহমান উইকেট না পেলেও ৪ ওভারে রান দিয়েছেন ১৮টি, সঙ্গে একটা মেডেনও ছিল।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর