Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ক্রিকেটে জয়জয়কার: বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৪:৫২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:৩২

একদিনে নারী ক্রিকেটে দুই সু-সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে জাতীয় নারী ক্রিকেট দল। ওদিকে, স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।নেপালকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিলেও হারতে হয়েছিল ২ উইকেটের ব্যবধানে। যাতে সুপার সিক্সে যেতে হলে স্কটল্যান্ডের বিপক্ষে জিততেই হতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে। প্রথমে ব্যাটিং করে অল্প পুঁজি পেলেও ম্যাচ জিতেছে সুপার সিক্স নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে আগে ব্যাটিং করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। ৩৬ বলে সর্বোচ্চ ২৯ রান করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এছাড়া আফিয়া আশিয়া ইরা করেন ১৯ বলে ২১ রান। স্কটল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন নাঈমা শেখ ও মাইসি মাসিয়ারা।

পরে বোলিং করতে নেমে স্কটল্যান্ডের দুই ওপেনারকে দ্রুতই ফেরত পাঠায় বাংলাদেশ। তবে স্কটিশ অধিনায়ক নিয়ামহ মুইর ও পিপা স্প্রৌল মিলে ভালোভাবে এগিয়ে নিচ্ছিলেন দলকে। দলীয় ৬৯ রানের মাথায় মুইর ২২ রানে ফিরলে এই জুটি ভাঙে। খানিক বাদে ফিরেছেন ৪১ বলে ৪৪ রান করা পিপা স্প্রৌলও।

এই দুজন ফেরার পর স্কটল্যান্ডের মেয়েদের এমনভাবে চেপে ধরেছে বাংলাদেশ পরে আর কোমড় সোজা করে দাঁড়াতেই পারেনি। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে স্কটল্যান্ড। যাতে ১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৫ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন আনিসা আক্তার সোবা। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন হাবিবা ইসলাম পিংকি, নিশিতা আক্তার নিশি।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

টিভি শো উপস্থাপনায় তাহসান
২২ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪

বিয়ে করেছেন তমালিকা
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর